প্রতিবেদন : কলকাতা আজ মেসিময়। পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবলার কলকাতায় পা রাখতেই মেসি-আবেগে ভাসছে গোটা বাংলা। মেসির সম্মানে যুবভারতীতে ১ ঘণ্টা ২০ মিনিটের ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’-এর কলকাতা পর্ব নিয়ে উন্মাদনা তুঙ্গে। নিজের উপস্থিতির কথা ঘোষণা করে উন্মাদনার পারদ বৃহস্পতিবার আরও বাড়িয়ে দিয়েছেন শাহরুখ কিং খান। যুবভারতীর অনুষ্ঠানে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। স্বাভাবিকভাবেই টিকিটের জন্য হাহাকার অব্যাহত। প্রায় ১৪ বছর আগে (২০১১) এই যুবভারতী ক্রীড়াঙ্গনে পা পড়েছিল ফুটবলের নয়া ঈশ্বরের। সেবার তিনি মাঠে নেমে খেলেছিলেন। ভেনেজুয়েলার সঙ্গে প্রীতি ম্যাচে আর্জেন্টিনা জিতেছিল ১-০ গোলে। সেবারও তাঁর আসার অপেক্ষায় রাত জেগেছিল কলকাতা। এবারও রাতের কলকাতায় জনসমুদ্রের মধ্যে দিয়ে হবে মেসি-বরণ। এবার তাঁর সঙ্গে থাকবেন আরও দুই পৃথিবী বিখ্যাত খেলোয়াড় লুই সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। এয়ারপোর্ট থেকে সল্টলেক স্টেডিয়াম লাগোয়া বেসরকারি বিলাসবহুল হোটেল পর্যন্ত গোটা যাত্রাপথে মেসির কনভয়ের সঙ্গী হতে তৈরি হাজার হাজার যুবক-যুবতী।
আরও পড়ুন-দিনের কবিতা
আজ, শনিবার সকালে যুবভারতী ক্রীড়াঙ্গনে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাদশা শাহরুখ খান নিজেই এক্স হ্যান্ডেলে জানিয়েছেন— তিনিও থাকছেন। থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফলে গত কয়েকমাস ধরে ঢিমেতালে বাজতে থাকে মেসির জয়গান এখন কয়েক হাজার ভোল্টের ডিজে হয়ে কানের পর্দা ফাটিয়ে দিচ্ছে। আজ কলকাতার সব রাস্তা শেষ হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। ক্রিসমাসের আগেই উৎসবের চেহারা নিয়েছে কলকাতা।
মেসি কলকাতায় নামেন শুক্রবার রাত দেড়টা নাগাদ। এরপর শনিবার সকাল সাড়ে ন’টা থেকে বেলা দুটো পর্যন্ত তাঁর ঠাসা প্রোগ্রাম শহরে। কলকাতায় সকাল সাড়ে ন’টা থেকে সাড়ে দশটা পর্যন্ত হবে মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠান। এরপর সাড়ে ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত মেসির মূর্তির ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠান। বেলা ১১টা ১৫ থেকে ১১টা ২৫ মিনিটের মধ্যে তিনি যুবভারতীতে পা রাখবেন। মেসি স্টেডিয়ামে আসার পর সাড়ে ১১টায় তাঁর সঙ্গে যোগ দেবেন শাহরুখ খান। ১২টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সৌরভ গঙ্গোপাধ্যায় যুবভারতীতে আসবেন। থাকবেন লিয়েন্ডার পেজ ও বাইচুং ভুটিয়াও।
১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলবে প্রদর্শনী ম্যাচ, সংবর্ধনা ও কথোপকথন। যুবভারতীতে মেসির সামনে মোহনবাগান মেসি অল স্টার্স ও ডায়মন্ড হারবার মেসি অল স্টার্সের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচের পর আর্জেন্টাইন কিংবদন্তির হাতে বিশেষ উপহার তুলে দেবে মোহনবাগান ও ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। মোহনবাগান ১৯১১-র ঐতিহাসিক অমর একাদশের জার্সি মেসির হাতে তুলে দেবে। জার্সিতে লেখা থাকবে মেসির নাম ও জার্সি নম্বর ১০। বেলা দুটোয় তিনি হায়দরাবাদের উদ্দেশে রওনা হবেন।

