বঙ্গ

মেসি মধ্যরাতেই শহরে, আজ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

প্রতিবেদন : কলকাতা আজ মেসিময়। পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবলার কলকাতায় পা রাখতেই মেসি-আবেগে ভাসছে গোটা বাংলা। মেসির সম্মানে যুবভারতীতে ১ ঘণ্টা ২০ মিনিটের ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’-এর কলকাতা পর্ব নিয়ে উন্মাদনা তুঙ্গে। নিজের উপস্থিতির কথা ঘোষণা করে উন্মাদনার পারদ বৃহস্পতিবার আরও বাড়িয়ে দিয়েছেন শাহরুখ কিং খান। যুবভারতীর অনুষ্ঠানে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। স্বাভাবিকভাবেই টিকিটের জন্য হাহাকার অব্যাহত। প্রায় ১৪ বছর আগে (২০১১) এই যুবভারতী ক্রীড়াঙ্গনে পা পড়েছিল ফুটবলের নয়া ঈশ্বরের। সেবার তিনি মাঠে নেমে খেলেছিলেন। ভেনেজুয়েলার সঙ্গে প্রীতি ম্যাচে আর্জেন্টিনা জিতেছিল ১-০ গোলে। সেবারও তাঁর আসার অপেক্ষায় রাত জেগেছিল কলকাতা। এবারও রাতের কলকাতায় জনসমুদ্রের মধ্যে দিয়ে হবে মেসি-বরণ। এবার তাঁর সঙ্গে থাকবেন আরও দুই পৃথিবী বিখ্যাত খেলোয়াড় লুই সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। এয়ারপোর্ট থেকে সল্টলেক স্টেডিয়াম লাগোয়া বেসরকারি বিলাসবহুল হোটেল পর্যন্ত গোটা যাত্রাপথে মেসির কনভয়ের সঙ্গী হতে তৈরি হাজার হাজার যুবক-যুবতী।

আরও পড়ুন-দিনের কবিতা

আজ, শনিবার সকালে যুবভারতী ক্রীড়াঙ্গনে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাদশা শাহরুখ খান নিজেই এক্স হ্যান্ডেলে জানিয়েছেন— তিনিও থাকছেন। থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফলে গত কয়েকমাস ধরে ঢিমেতালে বাজতে থাকে মেসির জয়গান এখন কয়েক হাজার ভোল্টের ডিজে হয়ে কানের পর্দা ফাটিয়ে দিচ্ছে। আজ কলকাতার সব রাস্তা শেষ হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। ক্রিসমাসের আগেই উৎসবের চেহারা নিয়েছে কলকাতা।
মেসি কলকাতায় নামেন শুক্রবার রাত দেড়টা নাগাদ। এরপর শনিবার সকাল সাড়ে ন’টা থেকে বেলা দুটো পর্যন্ত তাঁর ঠাসা প্রোগ্রাম শহরে। কলকাতায় সকাল সাড়ে ন’টা থেকে সাড়ে দশটা পর্যন্ত হবে মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠান। এরপর সাড়ে ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত মেসির মূর্তির ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠান। বেলা ১১টা ১৫ থেকে ১১টা ২৫ মিনিটের মধ্যে তিনি যুবভারতীতে পা রাখবেন। মেসি স্টেডিয়ামে আসার পর সাড়ে ১১টায় তাঁর সঙ্গে যোগ দেবেন শাহরুখ খান। ১২টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সৌরভ গঙ্গোপাধ্যায় যুবভারতীতে আসবেন। থাকবেন লিয়েন্ডার পেজ ও বাইচুং ভুটিয়াও।
১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলবে প্রদর্শনী ম্যাচ, সংবর্ধনা ও কথোপকথন। যুবভারতীতে মেসির সামনে মোহনবাগান মেসি অল স্টার্স ও ডায়মন্ড হারবার মেসি অল স্টার্সের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচের পর আর্জেন্টাইন কিংবদন্তির হাতে বিশেষ উপহার তুলে দেবে মোহনবাগান ও ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। মোহনবাগান ১৯১১-র ঐতিহাসিক অমর একাদশের জার্সি মেসির হাতে তুলে দেবে। জার্সিতে লেখা থাকবে মেসির নাম ও জার্সি নম্বর ১০। বেলা দুটোয় তিনি হায়দরাবাদের উদ্দেশে রওনা হবেন।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago