মেসি মারাদোনার মতোই : সিমিওনে

Must read

মাদ্রিদ: বিশ্বকাপ শেষ হওয়ার পর ক্লাব ফুটবল শুরু হয়ে গিয়েছে। কিন্তু বিশ্বকাপ নিয়ে আলোচনা থামছেই না। বিশেষ করে ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়, লিওনেল মেসির জাদুতে এখনও আবিষ্ট বিশ্ব।
অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টিনীয় কোচ দিয়েগো সিমিওনের (Diego Simeone- Lionel Messi) সাংবাদিক সম্মেলনে মেসি এলেন প্রবলভাবে। দিয়েগো মারাদোনার প্রাক্তন সতীর্থ বললেন, মেসিকে দেখে তাঁর দিয়েগোর কথাই মনে পড়ছে। সিমিওনের (Diego Simeone- Lionel Messi) মতে, মেসির একটা দলের উপর যে প্রভাব তা অনেকটাই মারাদোনার মতো। আর্জেন্টিনার হয়ে মারাদোনার পাশে দীর্ঘদিন খেলেছেন সিমিওনে। দু’টি বিশ্বকাপে তিনি খেলেছিলেন ফুটবলের রাজপুত্রের সঙ্গে। সতীর্থ হিসেবে দলের উপর মারাদোনার প্রভাবের সাক্ষী সিমিওনে। বলেছেন, ‘‘আমি যখন মারাদোনার সঙ্গে বিশ্বকাপে খেলেছি তখন ও দলের সব থেকে অভিজ্ঞ খেলোয়াড়। দিয়েগো থাকলে মনে হত, আমাদের ম্যাচ হারাটা কঠিন। কারণ আমরা, দুর্দান্ত একটা দল। মেসিকে দেখেও আমার তেমনটাই মনে হয়। দিয়েগোর মতো মেসির উপস্থিতিও ম্যাচের ভাগ্য গড়ে দেয়। সেটা আর্জেন্টিনা দল হোক বা বার্সেলোনা কিংবা পিএসজি। মেসির মতো খেলোয়াড় থাকলে কোনও দলের জেতার সুযোগটা নিশ্চিতভাবে সব সময়েই বেশি থাকে।’’

আরও পড়ুন-ইস্টবেঙ্গল কোচ স্টিফেনের তোপ, ব্যক্তিগত ভুলের মাশুল গুনতে হচ্ছে দলকে

Latest article