প্যারিস, ২০ অক্টোবর : লিওনেল মেসির সৌজন্যে মঙ্গলবার রাতে ১-২ গোলে পিছিয়ে পড়েও আরবি লাইপজিগকে ৩-২ ব্যবধানে হারিয়ে তিন পয়েন্ট ঘরে তুলল পিএসজি। জোড়া গোল করলেন মেসি। একটি গোল কিলিয়ান এমবাপের। মেসিদের প্রতিপক্ষ লাইপজিগ টানা দুটো ম্যাচ হেরে জয়ের জন্য মরিয়া ছিল। অ্যাওয়ে ম্যাচের শুরু থেকেই পিএসিজিকে চেপে ধরেছিল জার্মান ক্লাব। প্রথম ১০ মিনিটের মধ্যেই পরপর দুটো সেভ করেন পিএসজির গোলরক্ষক কেইলর নাভাস। তবে ৯ মিনিটেই চমৎকার একটি কাউন্টার অ্যাটাক থেকে গোল করে পিএসিজকে এগিয়ে দেন এমবাপে।
আরও পড়ুন : পন্থের ক্লাস নিলেন ধোনি
যদিও পিছিয়ে পড়েও ভেঙে পড়েনি লাইপজিগ। উল্টে ২৮ মিনিটেই পর্তুগিজ স্ট্রাইকার আন্দ্রে সিলভার গোলে ম্যাচে সমতা ফিরিয়ে আনে তারা। ৫৭ মিনিটে ২-১ গোলে এগিয়েও যায়। এবার গোল করেন নর্দি মুকিয়েলে।
যদিও পিছিয়ে পড়ে দারুণভাবে ফিরে আসে পিএসজি। ৬৭ মিনিটে এমবাপের পাস থেকে বল পেয়ে ২-২ করেন মেসি। ৭৪ মিনিটে ফের মেসি-এমবাপে যুগলবন্দিতে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেয় পিএসজি। পেনাল্টি আদায় করেন এমবাপে। আর সেই পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি মেসি।
এই জয়ের সুবাদে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ এ-র শীর্ষে রইল পিএসজি। সমান ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে ম্যাঞ্চেস্টার সিটি। পেপ গুয়ার্দিওয়াল দল মঙ্গলবার রাতে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে ক্লাব ব্রাগাকে।