ফ্লোরিডা, ৩০ জুলাই : অলস্টার ম্যাচ না খেলার জন্য মেজল লিগ সকার কর্তৃপক্ষ তাঁকে শাস্তি দিয়েছিল এক ম্যাচ নির্বাসিত করে। ফলে সিনসিনাটি বিরুদ্ধে লিগে মাঠে নামতে পারেননি। ইন্টার মায়ামিরও গোলশূন্য ড্র করেছিল।
সেই শাস্তির মেয়াদ কাটিয়ে বৃহস্পতিবার ফের মাঠে ফিরছেন লিওনেল মেসি (Lionel Messi)। লিগস কাপে ইন্টার মায়ামির প্রতিপক্ষ মেক্সিকোর ক্লাব অ্যাটলাস। তার আগে অনুশীলনে রীতিমতো চনমনে মেজাজে আর্জেন্টাইন মহাতারকা। নিবিড় প্র্যাকটিসের ফাঁকে সতীর্থদের সঙ্গে হাসিঠাট্টাও করতে দেখা গিয়েছে মেসিকে। ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো মনে করেন, এই শাস্তি শাপে বর হয়েছে। টানা ম্যাচ খেলার ক্লান্তি ঝেড়ে ফেলে বাড়তি উদ্যমে মাঠে নামবেন তাঁর সেরা অস্ত্র। মাসচেরানোর বক্তব্য, আমি নিশ্চিত, লিও মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছে। ওর নির্বসনের শাস্তি আমাদের পছন্দ হয়নি। তবে প্রতিটি খারাপ বিষয়েরও কিছু ভাল দিক থাকে। লিও (Lionel Messi) একটা বিশ্রাম প্রাপ্য ছিল। যেটা ও পেয়ে গিয়েছে। এবার বাড়তি উদ্যমে লিগস কাপ ও লিগের ম্যাচগুলো খেলতে পারবে।
৩৮ বছর বয়সি মেসি আবার এই মুহূর্তে স্বপ্নের ফর্মে রয়েছেন। নির্বাসিত হওয়ার আগে শেষ ছ’টি ম্যাচের পাঁচটিতেই জোড়া গোল করেছিলেন। মেসির সঙ্গে নির্বাসিত হওয়া দলের আরেক তারকা ফুটবলার জর্জি আলবাকেও এই ম্যাচে পাচ্ছে ইন্টার মায়ামি। ফলে জয় ছাড়া অন্য কিছুই ভাবছেন না মাসচেরানো।
আরও পড়ুন-জলমগ্ন ঘাটাল, বৈঠকে দেব