ফ্লোরিডা, ১৭ অগাস্ট : চোটে শেষ দু’টি ম্যাচ খেলতে পারেননি। রবিবার মাঠে ফিরেই গোল করলেন লিওনেল মেসি। একটি গোলও করালেন। ইন্টার মায়ামিও মেজর লিগ সকারে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে ৩-১ গোলে হারিয়েছে।
আরও পড়ুন-ভবিষ্যতের স্বপ্ন নিয়ে দেশে ফিরলেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু
এই ম্যাচে যে মেসি মাঠে ফিরছেন, সেটা আগেই জানিয়েছিলেন ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো। তবে মেসিকে শুরুতে মাঠে নামাননি তিনি। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসাবে মাঠে নেমেই অবশ্য গোল পেলেন মেসি। তার আগে ৪৩ মিনিটে ইন্টার মায়ামিকে এগিয়ে দিয়েছিলেন জর্ডি আলবা। কিন্তু ৫৯ মিনিটে সেই গোল শোধ করে দেন লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির জোসেফ পেইনসিল। এরপর খেলা রীতিমতো জমে উঠেছিল। অবশেষে ৮৪ মিনিটে রডরিগো ডি পলের পাস থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে ২-১ করেন মেসি। যা এবারের মেজর লিগ সকারে তাঁর ১৯তম গোল। পাঁচ মিনিট পরেই দলের তৃতীয় গোলেও অবদান রাখেন মেসি। এবার তাঁর অসাধারণ ব্যাকহিল থেকে বল পেয়ে ৩-১ করেন লুইস সুয়ারেজ। লিগে ইন্টার মায়ামির এটি ১৩তম জয়। ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে মেসিরা আপাতত লিগের ইস্টার্ন কনফারেন্স গ্রুপের চার নম্বরে উঠে এলেন। ইন্টার মায়ামির পরের ম্যাচ বুধবার।