প্রতিবেদন : ১৪ বছর পর ফের যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি (Lionel Messi) ম্যাজিকের অপেক্ষা। আগামী ১৩ ডিসেম্বর লিওনেল মেসির সম্মানে যুবভারতীতে আয়োজিত হবে ‘গোট কাপ’। আর্জেন্টাইন জাদুকরের সামনেই মেসি মোহনবাগান অলস্টার এবং মেসি ইস্টবেঙ্গল অলস্টারের মধ্যে ডার্বি হবে। যুবভারতীতে মেসিকে সংবর্ধনা দিতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা কবলিত বিপর্যস্ত উত্তরবঙ্গের জন্য সেদিন মুখ্যমন্ত্রীর হাতে রাজ্য সরকারের ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকার অনুদান তুলে দেবেন স্বয়ং মেসি।
আরও পড়ুন-উপভোগ না করলে ওরা নিজেরাই সরে যাবে : শাস্ত্রী
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার মহানায়ককে যিনি আনছেন সেই ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত জাগোবাংলাকে বললেন, ভারত সফর নিয়ে মেসির (Lionel Messi) সরকারি বিবৃতিতেই ছিল যে, তিনি এখানে এসে তিন শহরেই চ্যারিটিতে অংশ নেবেন। তারই অঙ্গ হিসেবে কলকাতায় মুখ্যমন্ত্রীর হাতে রাজ্য সরকারের ত্রাণ তহবিলে আর্থিক অনুদান তুলে দেবেন মেসি। যেহেতু উত্তরবঙ্গে ভয়াবহ বন্যায় এত বড় বিপর্যয় হয়েছে, তাই আমরা এই উদ্দেশ্যেই অনুদান দিচ্ছি। মেসি নিজে ১৩ ডিসেম্বর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকার চেক তুলে দেবেন।
কলকাতা, মুম্বই ও দিল্লিতে মেসি-র গোট কাপ ইভেন্ট নিশ্চিত হলেও নভেম্বরে কেরলে তাঁর নেতৃত্বে আর্জেন্টিনা দল ফিফা ফ্রেন্ডলি খেলতে আসছে না। বাতিল হতে চলেছে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ। সূচির চাপেই কেরলের বদলে মরক্কো বা অন্য কোথাও হতে পারে ম্যাচ।