অক্টোবরে ভারতে আসছেন মেসি

বুধবার ওই প্রদর্শনী ম্যাচের আয়োজক তথা মেসির গোটা সফরের প্রচারের দায়িত্বে থাকা সংস্থা এইচএসবিসি ইন্ডিয়া আনুষ্ঠানিক ভাবে এই খবর জানিয়েছে।

Must read

নয়াদিল্লি, ২৬ মার্চ : ২০১১-র সেপ্টেম্বরের পর ২০২৫-র অক্টোবর! দীর্ঘ ১৪ বছর পর ফের ভারতে পা রাখবেন লিওনেল মেসি। তাঁর নেতৃত্বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দল কেরলে একটি প্রদর্শনী ম্যাচ খেলবে। মেসি যে আসছেন, সেটা আগেই জানিয়েছিলেন কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান। বুধবার ওই প্রদর্শনী ম্যাচের আয়োজক তথা মেসির গোটা সফরের প্রচারের দায়িত্বে থাকা সংস্থা এইচএসবিসি ইন্ডিয়া আনুষ্ঠানিক ভাবে এই খবর জানিয়েছে।

আরও পড়ুন-শহিদ-স্মরণে হাসপাতালের জমিতে মন্দির! গদ্দারকে নিশানা তৃণমূলের

কেরলের ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, মেসি ২৫ অক্টোবর থেকে ২ নভেম্বর, সাতদিনের জন্য কেরল সফর করবেন। একটি প্রদর্শনী ম্যাচ খেলা ছাড়াও ভক্তদের সঙ্গে ফুটবল নিয়ে কুড়ি মিনিটের একটি আলোচনা সভাতেও অংশগ্রহণ করবেন। যদিও এই তারিখ নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। কারণ ফিফার উইন্ডো থাকবে ৬-১৪ অক্টোবর এবং ১০-১৮ নভেম্বরের মধ্যে। ফলে প্রশ্ন উঠছে, ২৫ অক্টোবর থেকে ২ নভেম্বরের মধ্যে মেসি-সহ গোটা আর্জেন্টিনা দল কীভাবে কেরল সফর করবে!

আরও পড়ুন-দ্রাবিড়কে দেখে শিখুক গম্ভীর, তোপ সানির

এই নিয়ে দ্বিতীয়বার ভারত সফরে আসতে চলেছেন মেসি। এর আগে ২০১১ সালের সেপ্টেম্বরে কলকাতায় এসেছিলেন মেসি। সেবার যুবভারতীতে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছিল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। প্রসঙ্গত, কলকাতার ওই ম্যাচ দিয়েই জাতীয় দলের অধিনায়ক হিসাবে আত্মপ্রকাশ ঘটেছিল মেসির।

Latest article