বার্সা ঘুরে সৌদিতে মেসি

পিএসজির সঙ্গে সম্পর্ক যে তলানিতে এসে ঠেকেছে, সেটা দিনের আলোর মতোই স্পষ্ট।

Must read

প্যারিস, ৪ মে : পিএসজির সঙ্গে সম্পর্ক যে তলানিতে এসে ঠেকেছে, সেটা দিনের আলোর মতোই স্পষ্ট। এখন কোটি টাকার প্রশ্ন, নতুন মরশুমে লিওনেল মেসির ঠিকানা কী হতে চলেছে?
স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, বার্সেলোনাতেই ফিরছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে সেটা মাত্র এক মরশুমের জন্য! পরের মরশুমে মেসি যোগ দেবেন সৌদি আরবের ক্লাব আল হিলালে। তবে তিনি একা নন। সঙ্গী হিসেবে সৌদি ক্লাবে যাবেন বার্সার আরও দুই তারকা সের্জিও বুসকেটস এবং জর্ডি আলবাও। প্রসঙ্গত, সম্প্রতি মেসির জন্য বিশাল অঙ্কের দর হেঁকেছিল আল হিলাল।

আরও পড়ুন-টুর্নামেন্ট আয়োজনের বিডিং প্রত্যাহার, কল্যাণের বিরুদ্ধে মোদির কাছে নালিশ

ক্লাবের অনুমতি ছাড়াই সৌদি আরবে যাওয়ার জন্য মেসিকে দু’সপ্তাহের জন্য নির্বাসিত করেছে পিএসজি। মঙ্গলবার রাতে প্যারিসে মেসির বিরুদ্ধে স্লোগান দিয়ে রীতিমতো মিছিল করেন পিএসজির একদল সমর্থক। সেখানে মেসিকে ‘ভাড়াটে ফুটবলার’ বলে স্লোগান ওঠে। পাশাপাশি ছাপার অযোগ্য ভাষায় কটূক্তিও করা হয় বিশ্বকাপজয়ী আর্জেন্টিনাইন মহাতারকার উদ্দেশ্যে।

Latest article