মাঠে ফিরতে মুখিয়ে মেসি

Must read

প্যারিস, ১৪ জানুয়ারি : কোভিড মুক্ত হলেও এখনও মাঠে নেমে প্র্যাকটিস শুরু করেননি। তাই লিওনেল মেসিকে (Messi) নিয়ে ভক্তদের কৌতূহল ক্রমশ বাড়ছে। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন স্বয়ং মেসি (Messi) নিজেই। তিনি জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে একটু বেশি সময় লাগলেও, খুব দ্রুত মাঠে ফিরবেন। ক্রিসমাসের ছুটি কাটাতে দেশে গিয়ে করোনা আক্রান্ত হন মেসি। যদিও এই খবর প্রকাশিত হওয়ার দিন চারেকের মধ্যেই মেসির ক্লাব পিএসজি-র তরফ থেকে জানিয়ে দেয়া হয়, আর্জেন্টাইন তারকার কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু সেই ঘোষণার পর প্রায় এক সপ্তাহ কেটে গেলেও, মেসি দলের প্র্যাকটিসে যোগ দেননি। ফলে তাঁকে নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছিল।

আরও পড়ুন – মোহনবাগান ম্যাচ নিয়ে ধোঁয়াশা

এদিন মেসি (Messi) নিজের ভক্তদের উদ্দেশে বার্তা দেন, ‘‘আপনারা সবাই জানেন যে, আমি কোভিড আক্রান্ত হয়েছিলাম। কঠিন সময়ে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে অনেকটাই সুস্থ। তবে যতটা আশা করেছিলাম, সুস্থ হয়ে উঠতে তার থেকে বেশি সময় লাগছে।”

Latest article