তিন দিনের মেসি-নামা: মিয়ামি থেকে দুবাই, জেটল্যাগ কাটিয়ে রাত দেড়টায় শহরে

Must read

প্রতিবেদন : মিয়ামি থেকে সরাসরি কলকাতায় আসছেন লিওনেল মেসি (Lionel Messi)। মাঝে জেট ল্যাগ কাটানোর জন্য তিনি দুবাইয়ে কাটাবেন। মেসি কলকাতায় নামছেন রাত দেড়টায়। শনিবার সকাল সাড়ে ন’টা থেকে বেলা দুটো পর্যন্ত ঠাসা প্রোগ্রাম শহরে। দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও।
কলকাতায় সকাল সাড়ে ন’টা থেকে সাড়ে দশটা পর্যন্ত হবে মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠান। সাড়ে দশটা থেকে সওয়া এগারোটা পর্যন্ত মেসির মূর্তির ভার্চুয়াল উদ্বোধন। এগারোটা পনেরো থেকে এগারোটা পঁচিশ মিনিটের মধ্যে তিনি যুবভারতীতে পা রাখবেন। স্টেডিয়ামে আসার পর সাড়ে এগারোটায় তাঁর সঙ্গে যোগ দেবেন বলিউড তারকা শাহরুখ খান। বারোটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সৌরভ গঙ্গোপাধ্যায় যুবভারতীতে আসবেন। বারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত প্রদর্শনী ম্যাচ, সংবর্ধনা ও কথোপকথন। দুটোয় তিনি হায়দরাবাদের উদ্দেশে রওনা হবেন।

আরও পড়ুন-বকেয়া চেয়ে ফলতায় মহিলাদের বিক্ষোভের মুখে কমিশনের পর্যবেক্ষক

কলকাতা পর্ব মিটিয়ে শুক্রবার দুপুরে হায়দরাবাদে পোঁছনোর পর সেখানে সেভেন আ সাইড ফুটবলে অংশ নেবেন মেসি। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বিশিষ্টদের অনেকেই এই ম্যাচে খেলবেন। অতঃপর মেসির সম্মানে হায়দরাবাদে একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। হায়দরাবাদের পর মেসির (Lionel Messi) গন্তব্য হল মুন্বই। ১৪ সেপ্টেম্বর সেখানে বেলা সাড়ে তিনটেয় ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় প্যাডেল কাপে অংশ নেবেন আর্জন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। বেলা চারটেয় সেলিব্রিটি ফুটবল ম্যাচ। পরের অনুষ্ঠান বিকেল পাঁচটায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেখানে চ্যারিটি ফ্যাশন শোয়ের ব্যবস্থা হয়েছে।
পরের দিন, ১৫ ডিসেম্বর দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর মেসি মিনার্ভা অ্যাকাডেমির খেলোয়াড়দের সঙ্গে মিলিত হবেন। ২০১১-তে কলকাতায় ভেনেজুয়েলার সঙ্গে আর্জন্টিনার হয়ে একটি প্রীতি ম্যাচে অংশ নিয়েছিলেন মেসি। আর্জন্টিনা সেই ম্যাচ জিতেছিল ১-০ গোলে। এটি তাঁর দ্বিতীয় কলকাতা সফর। তিন দিনের এই সফরে মেসি ছাড়াও দেখা যাবে লুই সুয়ারেজ ও রডরিগো ডে পলকে।

Latest article