বুয়েনোস আইরেস, ২৭ মার্চ : চোটের জন্য লিওনেল মেসি (Leonel Messi) খেলতে পারেননি। যদিও উরুগুয়ে ও ব্রাজিলকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট আদায় করে নিয়েছে আর্জেন্টিনা। আর ছাড়পত্র পেতেই ফের শুরু হয়ে গিয়েছে চর্চা। মেসি পরের বিশ্বকাপ খেলবেন তো!
আগামী বছর ৩৮-এ পা দেবেন মেসি (Leonel Messi)। যদিও গোটা আর্জেন্টিনা মেসির নেতৃত্বে আরও একটা বিশ্বকাপ জেতার স্বপ্নে বিভোর। আশায় বুক বাঁধছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেসি ভক্তরাও। সবাই মনে করছেন, মেসির ষষ্ঠবার বিশ্বকাপ খেলা শুধুই সময়ের অপেক্ষা মাত্র। লিওনেল স্কালোনি আবার পুরোটাই ছেড়ে দিচ্ছেন মেসির হাতে। কোনও রাখঢাক না করেই আর্জেন্টিনা কোচ জানাচ্ছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মেসি-ই।
স্কালোনির বক্তব্য, ‘‘দেখা যাক কী হয়। হাতে এখনও অনেক সময় রয়েছে। আমাদের প্রতিটি ম্যাচ ধরে এগোতে হবে। নইলে গোটা বছর ধরেই এই এক প্রশ্ন বারবার শুনতে হবে। একটা কথা স্পষ্ট বলে দিতে চাই। এই বিষয়ে মেসিই শেষ কথা বলবে। ও চাইলে অবশ্যই পরের বিশ্বকাপ খেলবে। তবে তার জন্য ওকে এখন থেকেই বিব্রত করা উচিত হবে না। সময় এলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে।’’
মেসির জাতীয় দলের সতীর্থরা অবশ্য মনেপ্রাণে বিশ্বকাপ দলে নিজেদের নায়ককে চাইছেন। জুলিয়ান আলভারেজ যেমন বলছেন, ‘‘লিও পাশে থাকলে আমরা আরও ভাল খেলব। এই দুটো ম্যাচে ও খেললে আমরা হয়তো আরও ২-৩টে গোল বেশি করতাম।’’ আরেক সতীর্থ রডরিগো ডি পলের বক্তব্য, ‘‘আমরা তখনই সেরা ফুটবল খেলি, যখন লিও ১০ নম্বর জার্সি গায়ে পাশে থাকে। কারণ লিও-ই সর্বকালের সেরা।’’
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…