মায়োরকা, ১১ জানুয়ারি : কাতার বিশ্বকাপের আগেই লিওনেল মেসি ঘোষণা করেছিলেন, এবারই তাঁর শেষ বিশ্বকাপ। ফলে ২০২৬-এর মেগা টুর্নামেন্টে এলএম টেনের খেলার সম্ভাবনা থাকার কথা নয়। কিন্তু মেসি জাদুতে ৩৬ বছর পর আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর ছবিটা বদলে গিয়েছে।
আরও পড়ুন-জামিন খারিজ বিজেপি নেতার
আর্জেন্টিনার অধিনায়ককে পরের বিশ্বকাপেও চাইছেন তাঁর কোচ, সতীর্থরা। কাতারে ফাইনালের পর এমিলিয়ানো মার্টিনেজ, ম্যাক অ্যালিস্টাররা বলেছিলেন, মেসিকে চাই পরের বিশ্বকাপেও। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে সিজার লুইস মেনোত্তি এবং কার্লোস বিলার্দোর পাশে বসেছেন লিওনেল স্কালোনি। মেসিদের বিশ্বকাপজয়ী কোচ এক সাক্ষাৎকারে আবারও তাঁর আশার কথা জানিয়েছেন।
আরও পড়ুন-গোল্ডেন গ্লোব আরআরআর
স্কালোনির বিশ্বাস, মেসি ২০২৬ বিশ্বকাপে ঠিক পৌঁছে যাবেন। স্পেনে মায়োরকা শহরে পরিবার নিয়ে থাকেন সদ্য বিশ্বকাপজয়ী কোচ। সেখানে ‘দেপার্তো রেডিও কালভিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনি বলেছেন, ‘‘আমার মনে হয়, মেসি পরের বিশ্বকাপে খেলবে। তবে এটা ওর উপরই নির্ভর করছে। ও নিজেকে ফিট মনে করলে এবং আরও কিছু জিততে চাইলে এটা হতেই পারে। জাতীয় দলের দরজা ওর জন্য সব সময় খোলা থাকবে। মেসি মাঠে সব সময় আনন্দে থাকে এবং ওকে সঙ্গে পাওয়াটাও হবে আমাদের জন্য দারুণ ব্যাপার।’’