মেসির গোল, হার মায়ামির

মেজর লিগ সকারে টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার পর, হারের স্বাদ পেল ইন্টার মায়ামি

Must read

ফ্লোরিডা, ৩০ মে : মেজর লিগ সকারে টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার পর, হারের স্বাদ পেল ইন্টার মায়ামি। বৃহস্পতিবার আটলান্টা ইউনাইটেডের বিরুদ্ধে ১-৩ গোলে হেরে গেলেন লিওনেল মেসিরা। শেষ ম্যাচে মেসি, সুয়ারেজ ও বুসকেটসকে ছাড়াই ভ্যাঙ্কুভারের বিরুদ্ধে জিতেছিল মায়ামি। এই ম্যাচে অবশ্য শুরু থেকেই খেলেছেন মায়ামির তিন তারকা। মেসি গোলও করেছেন। তবুও শেষরক্ষা হল না।

আরও পড়ুন-সুনীলকে গোলের পাস বাড়াতে চান ছাংতে

৪৪ মিনিটে গোল করে এগিয়ে যায় আটলান্টা। মাঝমাঠ থেকে বল পেয়ে তীব্র গতিতে মায়ামির বক্সের কাছাকাছি পৌঁছে যান আটলান্টার মিডফিল্ডার সাবা লবজিনিচ। এরপর জোরালো শটে বল জালে জড়িয়ে দেন। ৫৯ মিনিটে ফের গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন লবজিনিচ। তিন মিনিট পরেই অবশ্য বাঁ পায়ের কোনাকুনি শটে গোল করে ব্যবধান কমিয়েছিলেন মেসি। কিন্তু ৭৩ মিনিটে জামাল তিয়ারের গোলে জয় নিশ্চিত করে ফেলে আটলান্টা।

Latest article