উত্তরে কুয়াশার দাপট, দক্ষিণে শীতের (Winter) আমেজ। আগামী এক সপ্তাহ জুড়ে আবহাওয়ার এমনই মেজাজ দেখবেন বঙ্গবাসী। রবিবাসরীয় শীতের স্পেলে বড় কোন পরিবর্তন নেই। নিম্নচাপ বা ঝঞ্ঝাজনিত বাধা না থাকায় অবাধ উত্তর পশ্চিমের শীতল হাওয়ার চলাচল। আগামী দিন ২-৩ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪- ১৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে।
আরও পড়ুন-রবিবার চালানো হবে ১৫০০ ফ্লাইট, বার্তা ইন্ডিগো সংস্থার
আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে উইকেন্ড এর পাশাপাশি আগামী সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিন থেকেই ধাপে ধাপে পারদ পতন চলবে। পশ্চিমের জেলাগুলিতে দশ ডিগ্রিতে নেমে যেতে পারে উষ্ণতা। ডিসেম্বরেই জাঁকিয়ে শীত উপভোগ করা যাবে।কলকাতায় মূলত পরিষ্কার আকাশের পূর্বাভাস। সকালে হালকা কুয়াশা, পরে পরিষ্কার আকাশ। উত্তরে কুয়াশার দাপটে দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।।

