জলের অপচয় রুখতে পাইপে বসছে মিটার

জলের অপচয় রুখতে পুরসভার অভিনব পরিকল্পনা।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : জলের অপচয় রুখতে পুরসভার অভিনব পরিকল্পনা। জলের পাইপের সঙ্গে লাগানো থাকবে মিটার। শুক্রবার শিলিগুড়ি মেয়র গৌতম দেব এই বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, প্রতিদিন পুরসভার মাধ্যমে যে পানীয় জল সরবরাহ করা হয় তা অপচয় হচ্ছে। জল অপচয় রুখতে এবার বাড়ি বাড়ি পানীয় জলের পাইপের সঙ্গে মিটার বসানো হবে। পুজোর পরেই শুরু হবে এই মিটার বসানোর কাজ। উল্লেখ্য, শহরের প্রায় ৪১ হাজার বাড়িতে পানীয় জলের সংযোগ দিয়েছে পুর নিগম।

আরও পড়ুন-আজ শহরে ইস্টবেঙ্গলের জর্ডন, মুম্বইয়ের বিরুদ্ধে নতুনদের পরীক্ষা

প্রতিদিন যে পরিমাণ জল প্রয়োজন তার থেকে অনেক বেশি জল অপচয় হচ্ছে যা জানতে পেরেছেন পুরসভার আধিকারিকেরা। যদিও পুরোনো নিয়মের উদ্যোগে কিছুদিন আগেই গৃহস্থ বাড়ির জলকর মুকুব করেছেন মেয়র গৌতম দেব। তবে এবার নতুন করে আইন তৈরি হচ্ছে। প্রতিমাসে ১৩৫ লিটার পর্যন্ত জলের জন্য কোনও কর দিতে হবে না। কিন্তু ১৩৫ লিটার পার হয়ে গেলে তার জন্য নির্দিষ্ট কিছু কর দিতে হবে পুরবাসীকে। মূলত জল অপচয় বন্ধ করতেই এই উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি পুরনিগম।

Latest article