আপনার জীবন মূল্যবান: আত্মহত্যার ঘটনা রুখতে অভিনব উদ্যোগ মেট্রো কর্তৃপক্ষর

Must read

দিনের ব্যস্ত সময় মেট্রো (Kolkata Metro) পরিষেবা বন্ধ। কারণ, লাইনে ঝাঁপ। এই ঘটনা এড়াতে নব নির্মিত স্টেশনে ব্যারিকেড বসানো হচ্ছে। কয়েকটি পুরনো স্টেশনেও বসছে গার্ড ওয়াল। কিন্তু তার পরেও এই ঘটনা ঘটে চলেছে। এবার আত্মহত্যার ঘটনা রুখতে অভিনব উদ্যোগ নিল মেট্রোরেল কর্তৃপক্ষ। স্টেশনে স্টেশনে টাঙানো হল জনসচেতনামূলক ফ্লেক্স।

“জীবন একটা যাত্রা। আগেভাগে জীবন শেষ করে দেবেন না”, ”Think twice before you end all”- গিরিশ পার্ক, কালীঘাট-সহ একাধিক মেট্রো (Kolkata Metro) স্টেশনে টাঙানো হয়েছে এই সব পোস্টার-ফ্লেক্স। ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে যেন মানুষ একবার ভাবেন। তার ফলে হয়ত তিনি সিদ্ধান্ত বদল করবেন। এই আশা থেকে ফ্লেক্সগুলি টাঙিয়েছেন।

আরও পড়ুন- কলকাতায় পুলিশকর্মীর অস্বাভাবিক মৃত্যু!

মেট্রোয় আত্মহত্য়ার ঘটনা নতুন নয়। প্রায়ই শোনা যায় লাইনে ঝাঁপ দেওয়ার ঘটনা। কেউ কেউ প্রাণে বাঁচলেও বেশিরভাগ ক্ষেত্রেই প্রাণহানি ঘটে। আর মেট্রো পরিষেবা সাময়িক বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন বহু যাত্রী। পরিস্থিতি মোকাবিলায় এবার ফ্লেক্স টাঙালো মেট্রো কর্তৃপক্ষ। তবে, এর সাফল্য নিয়েও সন্দিহান যাত্রীদের একাংশ।

Latest article