ফের মেট্রো বিভ্রাট, ক্ষুব্ধ নিত্যযাত্রীরা

তার মধ্যে মেট্রোয় সমস্যা থাকলে, মানুষ কাজের জায়গায় ঠিক সময়ে কীভাবে পৌঁছবে এই নিয়ে রীতিমত ক্ষুব্ধ নিত্যযাত্রীরা।

Must read

বৃহস্পতিবার সকালে ফের মেট্রো (Metro Railway) বিভ্রাট। নোয়াপাড়া মেট্রো কারশেডের থার্ড লাইনে বিদ্যুৎ ট্রিপ করে যাওয়ার ফলে নোয়াপাড়া কারশেড থেকে সকালের দিকে মেট্রোরেক বেরোতে পারেনি। কবি সুভাষ থেকে যে কয়েকটি রেক বেরিয়েছিল এবং সেই কটা দিয়েই কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়। দমদম থেকে দক্ষিণেশ্বর কম রেক চালানো হয়েছে। আপ লাইন দিয়ে যাওয়া রেক ডাউনলাইন দিয়ে ফিরেছে। সকাল সাতটা সাড়ে সাতটা থেকে এই ত্রুটি সকাল ৮:৪০ মিনিট পর্যন্ত ছিল। সপ্তাহের মাঝে সকালেই মেট্রো পরিষেবায় সমস্যা দেখা দেওয়ায় যাত্রী ভোগান্তি পৌঁছয় চরম সীমায়। বিভিন্ন মেট্রো স্টেশনে দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের। ব্যস্ত সময়ে দু’টি মেট্রোর মধ্যে অনেকটা সময়ের ব্যবধান থাকার ফলে সব স্টেশনে ভিড় বাড়ছিল।

আরও পড়ুন-জিরো টলারেন্স নীতি! ট্রাক ভাঙচুরের অভিযোগে নিউ আলিপুরে সাসপেন্ড চার এসআই

কিন্তু প্রশ্ন উঠছে, মাঝেমধ্যেই মেট্রো বিভ্রাট সাধারণ মানুষের জন্য বেশ সমস্যার হয়ে যাচ্ছে । এমনিতেই এত ভিড় থাকে, বাসে ওঠা সমস্যার। তার মধ্যে মেট্রোয় সমস্যা থাকলে, মানুষ কাজের জায়গায় ঠিক সময়ে কীভাবে পৌঁছবে এই নিয়ে রীতিমত ক্ষুব্ধ নিত্যযাত্রীরা।

 

Latest article