মঙ্গলে ফের মেট্রো বিভ্রাট, আংশিক ব্যহত ব্লু-লাইন পরিষেবা

সপ্তাহের দ্বিতীয় দিনে ফের যাত্রী দুর্ভোগ। আজ, মঙ্গলবার সকাল থেকেই আংশিক ব্যহত ব্লু-লাইনের মেট্রো চলাচল (metro railway)।

Must read

সপ্তাহের দ্বিতীয় দিনে ফের যাত্রী দুর্ভোগ। আজ, মঙ্গলবার সকাল থেকেই আংশিক ব্যহত ব্লু-লাইনের মেট্রো চলাচল (metro railway)। ব্যস্ত অফিস টাইমে চরম দুর্ভোগে নিত্য যাত্রীরা। সকাল ৮ টা নাগাদ কলকাতা মেট্রোর অফিসিয়াল অ্যাপ ‘আমার কলকাতা মেট্রো’-তে বিজ্ঞপ্তি দিয়ে প্রথমে জানানো হয় অনিবার্য কারণে, শুধুমাত্র দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল এবং মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে ব্লু লাইনে মেট্রো পরিষেবা বর্তমানে উপলব্ধ। পরে জানানো হয় দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে ব্লু লাইনে মেট্রো পরিষেবা চালু রয়েছে।

তবে সপ্তাহ শুরুর দ্বিতীয় দিনের সকালেই ঠিক কী কারণে বিঘ্নিত কলকাতা মেট্রো পরিষেবা সে কারণ এখনো স্পষ্ট নয়। তবে এর ফলে অফিস ও স্কুল সময়ে চরম অসুবিধার মুখে নিত্যযাত্রীরা।

Latest article