চেন্নাইয়ে মেট্রো বিভ্রাট, টানেল ধরে হেঁটে স্টেশনে উঠলেন যাত্রীরা

মঙ্গলবার সাতসকালে চরম ভোগান্তির শিকার মেট্রোযাত্রীরা। সুড়ঙ্গে হঠাৎ থমকে গেল চেন্নাইয়ের (Chennai) ব্লু লাইন মেট্রোর চাকা।

Must read

মঙ্গলবার সাতসকালে চরম ভোগান্তির শিকার মেট্রোযাত্রীরা। সুড়ঙ্গে হঠাৎ থমকে গেল চেন্নাইয়ের (Chennai) ব্লু লাইন মেট্রোর চাকা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরেই অন্ধকার হয়ে যায় মেট্রোর কামরা। স্বাভাবিকভাবেই এই অবস্থায় যাত্রীরা আটকে পড়ে আতঙ্কের সৃষ্টি হয় সকলের মধ্যেই। পরিস্থিতি সামাল দিতে ট্রেন খালি করে দেওয়া হয় আর তারপরেই সুড়ঙ্গ দিয়ে হেঁটে যাত্রীদের স্টেশনে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন-উন্নয়নের কাজ যেন আটকে না থাকে : মুখ্যমন্ত্রী

সূত্রের খবর, চেন্নাইয়ের পুরাচি থালাইভার ডক্টর এমজি রামচন্দ্রন সেন্ট্রাল মেট্রো স্টেশন এবং হাইকোর্ট স্টেশনের মধ্যে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। এর জেরে বেশ কিছুক্ষনের জন্য স্তব্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। যাত্রীরা অভিযোগ করেছেন যে মুহূর্তের জন্য লাইট বন্ধ হয়ে যায় এবং ট্রেনটি দাঁড়িয়ে পড়ে, যার ফলে সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় দশ মিনিট ধরে, যাত্রীরা রেকের ভিতরে আটকে ছিলেন কিন্তু কি সমস্যা হয়েছে সেটা স্পষ্ট করে জানানো হয় নি। ভিডিওতে দেখা গিয়েছে যাত্রীরা হ্যান্ড্রেল ধরে চরম বিভ্রান্তি নিয়ে বাইরে তাকিয়ে আছেন। অবশেষে, ট্রেনের ভেতরে একটি ঘোষণায় যাত্রীদের জানানো হয় যে ট্রেনটি যাবে না এবং তাদের টানেলের ভেতরের ওয়াকওয়ে দিয়ে নিকটতম স্টেশন – হাইকোর্ট – হেঁটে যেতে হবে।

চেন্নাই মেট্রো রেল লিমিটেড (সিএমআরএল) পরে নিশ্চিত করেছে যে যান্ত্রিক ত্রুটির কারণে এই সমস্যা হয়েছে। রেলের তরফে সমস্যাটি সমাধান করে ব্লু লাইনে পরিষেবা চালু করার চেষ্টা চালানো হয়। ব্যস্ত সময়ে আধ ঘণ্টারও বেশি সময় ধরে এই সমস্যার ফলে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। স্বাভাবিক পরিষেবা আবার শুরু হলেও, CMRL ত্রুটির সঠিক কারণ খতিয়ে দেখছে।

Latest article