ফের কলকাতায় মেট্রো বিভ্রাট, দুর্ভোগ পিছু ছাড়ছে না যাত্রীদের

Must read

যান্ত্রিক সমস্যায় ফের দুর্ভোগ কলকাতা মেট্রোর ব্লু লাইনে। সম্প্রতি যতবার মেট্রো বিভ্রাট হয়েছে প্রতিবারই সবথেকে ব্যস্ত লাইন – ব্লু লাইনেই সমস্যা হয়েছে। বুধবার ফের আচমকাই আংশিক বন্ধ হয়ে গেল কলকাতা মেট্রোর (Kolkata Metro) ব্লু লাইনের পরিষেবা। আশ্চর্যজনকভাবে এবার জানানো হল না পরিষেবা বন্ধ হওয়ার কারণ। এদিন বেলা পৌনে একটা থেকে বন্ধ হল দমদম থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল। পরিষেবা পাওয়া গেল দক্ষিণেশ্বর থেকে দমদম ও ময়দান থেকে শহিদ ক্ষুদিরামে পরিষেবা।

বুধবার বেলা বাড়তেই সমস্যা শুরু হয় মেট্রোর ব্লু লাইনে। বেলা সাড়ে ১১টার পর থেকেই প্রতি স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে করিয়ে চালানো হয় ট্রেনগুলি। এরপর পৌনে ১টা নাগাদ সম্পূর্ণ ভেঙে পড়ে মেট্রোর পরিকাঠামো। সাধারণত আত্মহত্যার চেষ্টা বা সিগনাল সংক্রান্ত সমস্যায় মেট্রোর পরিষেবা বিঘ্নিত হলে জানিয়ে দেওয়া হয় কারণ। কিন্তু বুধবার তা হয়নি। এককথায় কোনও কারণ না দেখিয়েই আংশিক বন্ধ করে দেওয়া হয় পরিষেবা। এমনকি বিভিন্ন স্টেশনে বন্ধ করে দেওয়া হয় টিকিট কাউন্টারগুলিও।

আরও পড়ুন-কর্মীদের জমায়েতই ভরসা জোগাচ্ছে, বললেন অভিজিৎ

জানা যায়, গিরিশ পার্ক ও মহাত্মাগান্ধী মেট্রো (Kolkata Metro) স্টেশনের মাঝে লাইনে সমস্যা দেখা যায় আচমকাই। দ্রুত মেরামতির কাজের জন্য কোনও পরিকল্পনা ছাড়াই বন্ধ করে দেওয়া হয় মেট্রোর পরিষেবা আংশিকভাবে। অথচ দমদম বা অন্যান্য স্টেশনে যাত্রীদের ওঠার আগে জানানো হয়নি বিভ্রাটের ব্যাপারে। বিভিন্ন স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রেখে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। ইঞ্জিনিয়ার দিয়ে মেরামতির কাজ শুরু হলেও অন্ধকারে রাখা হয় যাত্রীদের।

Latest article