মেট্রো (Metro) দুর্ভোগ কাটছে না। কলকাতা মেট্রোয় ভোগান্তি। এদিন সকাল সাড়ে নটা নাগাদ যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার কারণে দমদম থেকে মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশন (টালিগঞ্জ) পর্যন্ত বন্ধ ছিল পরিষেবা। কলকাতা মেট্রো (Metro) সূত্রের বিস্তারিত কিছু জানানো না হলেও ট্র্যাকে সমস্যার কারণেই প্রায় অনেকটা সময় পাতাল পরিষেবা ব্যাহত ছিল বলে খবর। কাজের দিনে এইভাবে মেট্রো বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ, বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। বিক্ষিপ্তভাবে পরিষেবা চালু ছিল। খবর পেয়েই দ্রুত মেরামতির কাজ শুরু করে মেট্রো কর্তৃপক্ষ। তারপরে ৯টা ৫০ মিনিট নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়। এদিন এই বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় ক্ষুব্ধ যাত্রীরা।
আরও পড়ুন- সেতু নির্মাণ-গাড়ি চলাচলের পর এবার চিনের শতাধিক বিল্ডিং তৈরি প্যাংগং হ্রদের উত্তর তীরে! বাড়ছে উদ্বেগ