গঙ্গার নীচ দিয়ে ছুটল মেট্রো

ট্রায়াল রানের পর এই প্রথম হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড দৌড়ল মেট্রো

Must read

ট্রায়াল রানের পর এই প্রথম হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড দৌড়ল মেট্রো (Metro)। গঙ্গার নীচে ৫২০ মিটার টানেল পেরোতে এদিন মেট্রোর সময় লাগল ৪৬ সেকেন্ড। হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, মহাকরণ, এসপ্ল্যানেড স্টেশনে দৌড়ল মেট্রো। এই পথের দূরত্ব হল ৪.৮ কিমি। আজ গতি, বাঁক, এমারজেন্সি ব্রেক পরীক্ষা করা হয়েছে৷ গত বুধবার মেট্রোর দু’টি রেক এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে হাওড়া ময়দান স্টেশনে এসে পৌঁছয়।

আরও পড়ুন-তাপপ্রবাহের মধ্যেই জনসংযোগ যাত্রার কর্মসূচি জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এখনই নতুন পথে পরীক্ষামূলক ভাবে ছুটবে না মেট্রো। পরীক্ষানিরীক্ষার পরই বাণিজ্যিক ভাবে যাত্রীদের জন্য হাওড়া ময়দানগামী মেট্রোর দরজা হকুলতে চলেছে।সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাস থেকেই যাত্রীদের নিয়ে গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো। নতুন বছর পড়ার আগেই রেলের তরফে শহরবাসীর জন্য থাকছে নতুন উপহার। জানা গিয়েছে প্রাথমিক পর্যায়ে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড স্টেশন পর্যন্ত মেট্রো চালানো হবে।

Latest article