কলকাতায় কার্নিভাল উপলক্ষে মেট্রো সূচিতে রদবদল

কাল রবিবার পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত পুজো কার্নিভালের (Durga Puja Carnival) পর শহরের বড় বড় মণ্ডপে থাকা প্রতিমার নিরঞ্জন হবে।

Must read

দুর্গাপুজো শেষ হয়েছে তবে উৎসবের আমেজ এখনও রয়েছে শহর কলকাতায়। কাল রবিবার পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত পুজো কার্নিভালের (Durga Puja Carnival) পর শহরের বড় বড় মণ্ডপে থাকা প্রতিমার নিরঞ্জন হবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মস্তিষ্কপ্রসূত এই কার্নিভালে প্রত্যেক বছর নজর থাকে গোটা বিশ্বের। শুধু রাজ্যের নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই উৎসবের সাক্ষী হতে হাজির হন রেড রোডে। এবারেও আসবেন বিদেশি অতিথিরা। কয়েক হাজার মানুষের সমাগমে মুখরিত হবে রাজপথ। ভিড়ের কথা মাথায় রেখে এবার কার্নিভালের রাতে অতিরিক্ত মেট্রো চালানোর ঘোষণা করেছে কলকাতা মেট্রোরেল (Kolkata Metro) কর্তৃপক্ষ।

আরও পড়ুন-দিনের কবিতা

আগামী রবিবার (৫ অক্টোবর) বিকেল থেকে পুজো কার্নিভাল শুরু হবে। শেষ হতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যাবে। তাই কলকাতা মেট্রো তরফ থেকে শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে গ্রিন ও ব্লু – দুই লাইনেই বাড়তি মেট্রো চালানো হবে। রাতের শেষ মেট্রোর পরও আপ ও ডাউনে কুড়ি মিনিট অন্তর মোট ৬টি মেট্রো পরিষেবা দেবে।

গ্রিন লাইন

সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের দিকে রাত ১০ টা ২০ মিনিট, ১০টা ৪০ মিনিট ও রাত ১১টায় তিনটি মেট্রো ছাড়বে।

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটেও ওই একই সময় অর্থাৎ রাত ১০টা ২০ মিনিট, ১০টা ৪০ মিনিট ও ১১টায় তিনটি মেট্রো ছাড়বে।

ব্লু লাইন

শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে রাত ১০টা ৩ মিনিট, ১০টা ২৩ মিনিট ও রাত ১০টা ৪৩-এ তিনটি মেট্রো ছাড়বে।

দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী মেট্রোর সময়সূচি যথাক্রমে রাত ৯টা ৫৩ মিনিট, ১০টা ১৩ মিনিট এবং ১০টা ৩৩ মিনিট।

Latest article