ফের ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ! দুর্ভোগ যাত্রীদের

Must read

মেট্রো (kolkata metro) যাত্রার ভোগান্তি সপ্তাহের প্রথম দিন থেকেই শুরু। মেট্রোর রেক বিভ্রাটে এবার প্রায় এক ঘণ্টা বিদ্যুৎবিহীনভাবে মেট্রোর মধ্যে আটকে থাকলেন যাত্রীরা। চরম দুর্ভোগের পরে শুধুমাত্র ‘দুঃখিত’ বলেই দায় এড়ালো কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

সোমবার সকাল ৮টা নাগাদ কবি নজরুল থেকে শহিদ ক্ষুদিরামের মাঝে আচমকাই দাঁড়িয়ে পড়ে একটি মেট্রো (kolkata metro)। সেই সঙ্গে বন্ধ হয়ে যায় মেট্রোর ভিতরের এয়ার কন্ডিশনিং ব্যবস্থাও। সেইভাবেই দুই স্টেশনের মাঝের অংশে ৮.৫৪ মিনিট পর্যন্ত আটকে থাকেন যাত্রীরা।

আরও পড়ুন-বাংলা এক অপরাজেয় দ্রোহের নাম

কর্তৃপক্ষের দাবি, কোনও কারণে মেট্রোর রেকটি বিদ্যুৎ নেওয়া বন্ধ করে দেয়। যে কারণে রেকটিকে ঠেলে প্ল্যাটফর্ম পর্যন্ত নিয়ে যাওয়াও দুষ্কর হয়ে পড়ে। প্রতিদিন রেলের দারুন উন্নয়ন নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অবশ্য রেল যাত্রায় যাত্রীরা দুর্ভোগে পড়লে তার উপায় বাৎলাতে অক্ষম। এদিন সেইরকমই দুর্ভোগের মধ্যে পড়ে নাকাল অবস্থার শিকার হন অফিস টাইমের মেট্রো যাত্রীরা।

এই বিভ্রাটের পরে কবি নজরুল স্টেশনে খারাপ হয়ে যাওয়া মেট্রোটিকে দাঁড় করিয়ে রাখা হয়। ফলে মহানায়ক উত্তরকুমার অর্থাৎ টালিগঞ্জ পর্যন্তই জারি রয়েছে মেট্রো পরিষেবা। সপ্তাহের প্রথম দিন দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাচ্ছে না। পরিষেবা মিলছে মহানায়ক উত্তমকুমার পর্যন্তই।

Latest article