শনিবার সকালে ফের ব্যাহত মেট্রো পরিষেবা

যতীন দাস পার্ক স্টেশনে নিউ গড়িয়াগামী একটি রেকের ত্রুটির ফলেই এই বিপত্তি বলে জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে।

Must read

সপ্তাহের শেষে শনিবার ফের ব্যাহত মেট্রো পরিষেবা (metro railway)। সকালে স্বাভাবিকভাবেই চরম দুর্ভোগে পড়লেন অফিসযাত্রী ও ছাত্রছাত্রীরা।। দমদম-কবি সুভাষ শাখার ডাউন লাইনে মেট্রোর একটি রেক খারাপ হয়ে যাওয়ায় একাধিক স্টেশনে বেশ কয়েকটি মেট্রো দাঁড়িয়ে পড়ে।

আরও পড়ুন-দুর্গাপুর ব্যারেজের পর এবার লক্ষ্য দুর্গাপুর-বাঁকুড়া রাজ্য সড়ক, আড়াই কোটিতে সংস্কার করবে রাজ্য

যতীন দাস পার্ক স্টেশনে নিউ গড়িয়াগামী একটি রেকের ত্রুটির ফলেই এই বিপত্তি বলে জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে। সকাল ৯টা ৪০ মিনিট নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়। তবে যাত্রীদের অভিযোগ, নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি সময় ট্রেন দাঁড়িয়ে থেকেছে। বিভিন্ন স্টেশনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। অফিস টাইমে চাপ ও ভিড়ের জন্য সমস্যা বেড়েছে যাত্রীদের। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চরম ক্ষুব্ধ নিত্যযাত্রীরা।

আরও পড়ুন-ড্রাগন চাষে চমক নন্দীগ্রামের শুভেন্দুর

গত সোমবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ ছিল কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে। রেল লাইনে জল ঢুকে পড়ায় বন্ধ করতে হয় ট্রেন চলাচল। চাঁদনি চক ও সেন্ট্রাল স্টেশনের মাঝামাঝি জায়গায় জল জমে। এর ফলে চরম দুর্ভোগের শিকার হন স্কুল-কলেজ পড়ুয়া থেকে শুরু করে অফিস যাত্রীরা। এবার শনিবার অফিস টাইমে রেক খারাপ হওয়ায় প্রশ্ন উঠছে মেট্রোর রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে। সমস্যা চিহ্নিত করে মেরামতির কাজ করা হয় এবং ট্রেন পরিষেবা স্বাভাবিক করা হয়েছে।

Latest article