ফের চূড়ান্ত হয়রানির শিকার যাত্রীদের। সপ্তাহের প্রথম দিন সোমবার আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচল ব্যাহত। দু’ঘণ্টা কেটে গেলে স্বাভাবিক হয়নি পরিষেবা। দমদম ও নোয়াপাড়ার মধ্যে সিগন্যালে সমস্যার জন্য মেট্রো ঠিকমতো চলছে না।
আরও পড়ুন- রিয়ালকে উড়িয়ে কোপা বার্সার
স্টেশনের মাঝখানে লাইন দিয়ে দাঁড়িয়ে মেট্রো। অফিস যাত্রীরা সময় মতো অফিসে পৌঁছতে পারেননি। ভোগান্তিতে যাত্রীরা। কাজ শুরু করেছেন মেট্রোর ইঞ্জিনিয়াররা। কিন্তু এখনও স্বাভাবিক হয়নি। স্টেশনেও তিল ধারনের জায়গা নেই। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে মেট্রো রেল কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।