আগামিকাল কমবে মেট্রো পরিষেবা!

Must read

কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে আগামিকাল ২৩৬টি মেট্রো (Metro service) চলবে। অর্থাৎ প্রতিদিনের তুলনায় আগামীকাল কম চলবে মেট্রো। কারণ গুড ফ্রাইডে। প্রতিদিন ২৬২টি মেট্রো চলাচল করে কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে। গুড ফ্রাই ডে’র জন্য নর্থ-সাউথ করিডরে ১৮ এপ্রিল ২৬টি মেট্রো কম চলবে। দিনের প্রথম মেট্রো কবি সুভাষ ও দক্ষিণেশ্বর স্টেশন থেকে যথাক্রমে সকাল ৬টা ৫০ মিনিট ও সকাল ৬টা ৫৫ মিনিটে ছাড়বে এবং দিনের শেষ মেট্রো সংশ্লিষ্ট দুই স্টেশন থেকে যাত্রা করবে রাত সাড়ে ৯টা ও রাত ৯টা ২৮ মিনিটে। রাত সাড়ে ১০টায় কবি সুভাষ ও দমদম স্টেশন থেকে নাইট স্পেশাল সার্ভিস চলবে।

আরও পড়ুন: কোথায় হিসেব জুনিয়র ডাক্তারদের! ফাঁকা প্রেক্ষাগৃহে শুধুই নগদে নেওয়ার অভিযোগ

এদিকে, সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ রুটে আগামিকাল কমবে মেট্রো পরিষেবা (Metro Service)। সপ্তাহের কাজের দিনগুলিতে ১০৬টি মেট্রো চলে। কাল তা কমে হবে ৯০টি। তবে দিনের প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও বদল হবে না।

Latest article