২০৩০ এই বারাসতে মেট্রো শুরু

মেট্রোরেল কর্তৃপক্ষ বারাসত পুরসভাকে চিঠি দিয়ে ৫টি জায়গায় টোপোগ্রাফিকাল সার্ভে ও জিও টেকনিক্যাল সার্ভে করতে চেয়েছিল।

Must read

সংবাদদাতা, বারাসত : ২০৩০ নাগাদ বারাসত থেকে মেট্রোরেল চালু হওয়ার সম্ভাবনা। বুধবার সাংবাদিক বৈঠকে বারাসতের পুরপ্রধান অশনি মুখোপাধ্যায় এই কৃতিত্ব দিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বারাসতের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদারকে। জমি নিয়ে জট কাটিয়ে কাজ সম্পন্ন হয়েছে সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদারের তৎপরতায়। মেট্রোরেল কর্তৃপক্ষ বারাসত পুরসভাকে চিঠি দিয়ে ৫টি জায়গায় টোপোগ্রাফিকাল সার্ভে ও জিও টেকনিক্যাল সার্ভে করতে চেয়েছিল।

আরও পড়ুন-রাজ্য পুলিশেই আস্থা, জানালেন অমরের মা

আগামী ২০৩০ সালের মধ্যে গঙ্গানগর কাটা খালের তলা দিয়ে রেলপথটি লোকোশেডে গিয়ে শেষ হবে। সেই লক্ষ্যেই পাঁচটি জায়গায় সয়েল টেস্ট হবে। কাকলি ঘোষ দস্তিদার জানান, ২০১০ সালে যখন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তখনই তিনি বারাসত মেট্রোর অনুমোদন করেছিলেন। ওনার রেলমন্ত্রী থাকাকালীন আমি বারাসত মেট্রো নিয়ে ওনার দৃষ্টি আকর্ষণ করেছিলাম। বারাসত মেট্রো উনি ‘পিঙ্ক বুকে’ তুলে দেওয়াতে কেন্দ্রীয় সরকার কাজটি করতে বাধ্য হয়েছে। তবে এই কাজ আরও আগে হয়ে যেত। পরে জমি জট শুরু হওয়াতে কাজ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে লোকসভায় রেলমন্ত্রীকে বারবার প্রশ্ন করায় অবশেষে মাটির নিচ দিয়ে মেট্রো লাইন নিয়ে যাওয়ার অনুমতি মিলেছে।

Latest article