প্রতিবেদন : মেট্রোরেলের কাজের জন্য নিকাশি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় কলকাতা পুরসভাকে ক্ষতিপূরণ দেবে মেট্রো কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত এলাকা যৌথ পরিদর্শনের পরেই স্থির করা হবে ক্ষতিপূরণের অঙ্ক। তবে শহরের অন্যান্য জায়গায় ক্ষতিগ্রস্ত নিকাশি ব্যবস্থার মেরামতির জন্য ইতিমধ্যেই মেট্রোর কাছে ৩৩ কোটি টাকা দাবি করেছে পুরসভা। বৃহস্পতিবারই পুরসভা এবং মেট্রোরেলের প্রতিনিধিরা যৌথভাবে পরিদর্শন করেন ডায়মন্ড হারবার রোডের ধারে অর্ডিন্যান্স ডিপো লাগোয়া এলাকা।
আরও পড়ুন-‘বিচার ব্যবস্থা একপক্ষ নয়, নিরপেক্ষ হতে হবে’ আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
মেট্রোর কাজের জন্য এই এলাকার নিকাশি ব্যবস্থার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ তারক সিং। নিকাশি বিভাগের পক্ষ থেকে মেট্রোর নির্মাণকারী সংস্থা আরভিএনএল-কে বিষয়টি জানিয়ে ক্ষতিপূরণ দাবি করা হয়। বুধবার কেন্দ্রীয় পুরভবনে এসে মেয়র পারিষদ তারক সিং, পুর কমিশনার বিনোদ কুমার, নিকাশি বিভাগের ডিজি শান্তনু ঘোষ এবং অন্যান্য শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মেট্রো প্রকল্পের এজিএম হরি সিমরান সিং এবং পদস্থ আধিকারিকরা।
আরও পড়ুন-১৫ দিন পর জ্ঞান ফিরল কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তবের
মেট্রোর কাজের জেরে ক্ষতিগ্রস্ত নিকাশি ব্যবস্থার মেরামতির জন্য ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয় মেট্রোর পক্ষ থেকে। এই আলোচনার সূত্রেই বৃহস্পতিবার পুরসভা এবং মেট্রোর যৌথ প্রতিনিধি দল খুঁটিয়ে দেখেন নিকাশির জিআরপি লাইনের সাম্প্রতিক হাল। বিশেষজ্ঞদের রিপোর্টের ভিত্তিতেই এবারে স্থির হবে ক্ষতিপূরণের অঙ্ক।