সোমবার, ১২ মে বুদ্ধপূর্ণিমা (Buddha Purnima) উপলক্ষে চলবে কম মেট্রো। শনিবার বিজ্ঞপ্তি দিয়ে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়ে দিল সপ্তাহের প্রথম দিনে ব্লু লাইনে কম চলবে মেট্রো। ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে সাধারণত ২৬২ টি মেট্রো চলাচল করে। তবে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ২৬ টি মেট্রো কম চলবে। সোমবার আপ ও ডাউন লাইনে ১১৮ টি করে, মোট ২৩৬ টি মেট্রো চলবে।
আরও পড়ুন-বডি শেমিং! যোগীরাজ্যে গুলি চালালেন যুবক, জখম ২
দিনের প্রথম ও শেষ মেট্রোর সময় যদিও পরিবর্তন হয়নি। সোমবার নোয়াপাড়া থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো চালু হবে সকাল ৬ টা ৫০ মিনিটে। মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো চালু হবে ৬ টা ৫৫ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে রাত সাড়ে ৯ টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো রাত ৯ টা ২৮ মিনিটে ছাড়বে । কবি সুভাষ থেকে রাত ৯ টা ৪০ মিনিটে দমদমের শেষ মেট্রো ছাড়বে। রাত ১০ টা ৪০ মিনিটে ব্লু লাইনে কবি সুভাষ এবং দমদম থেকে যে স্পেশাল মেট্রো চালানো হয়, সেটার কোনও পরিবর্তন হয়নি। সোমবার গ্রিন লাইন-১, গ্রিন লাইন-২, পার্পেল লাইন এবং অরেঞ্জ লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে।
আরও পড়ুন-ট্রাম্পের সঙ্গে আলোচনায় সহমতের পরেও পাক অনুপ্রবেশ, ১১ জায়গায় গোলাবর্ষণ
প্রসঙ্গত, শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে আগামী ১৩ মে থেকেই জোকা-মাঝেরহাট মেট্রো লাইনে ট্রেনের সংখ্যা বাড়তে চলেছে। পার্পেল লাইনে মেট্রোর সংখ্যা বাড়বে। এতদিন আপ-ডাউন মিলিয়ে ৪০টি মেট্রো চলত জোকা-মাঝেরহাট লাইনে। জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত আপ এবং ডাউন মিলিয়ে মোট ৬২টি ট্রেন চলবে। ২৪ মিনিট অন্তর ট্রেন চলাচল করবে। সোমবার থেকে শুক্রবার স্বাভাবিক পরিষেবা চলবে। শনি ও রবিবার এই লাইনে মেট্রো বন্ধ থাকবে। এতদিন মাঝেরহাট থেকে সকাল ৮টা ২৭ মিনিটে প্রথম মেট্রো ছাড়ত। মঙ্গলবার থেকে সেটা ছাড়বে ৭টা ৫৭ মিনিটে। জোকা থেকে প্রথম মেট্রো সাড়ে ৮টার পরিবর্তে ছাড়বে সকাল ৮টা থেকে। শেষ মেট্রো মাঝেরহাট স্টেশন থেকে ৩টে ২৮ মিনিটে ছাড়ত সেটা এখন ছাড়বে রাত ৮টায়।