প্রতিবেদন : চাপের মুখে পড়ে মাদার টেরিজা প্রতিষ্ঠিত মিশনারিজ অফ চ্যারিটির (Missionaries of Charity) রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যা তড়িঘড়ি মিটিয়ে দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে খুশির হাওয়া মিশনারিজ অফ চ্যারিটিতে। সমস্যার শুরু গত ২৫ ডিসেম্বর। কিছু প্রতিকূল ইনপুট- এর ভিত্তিতে হঠাৎই কেন্দ্রীয় সরকার এই আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার ফরেন কনট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট বা এফসিআরএ রেজিস্ট্রেশন পুনর্নবীকরণ করতে অস্বীকার করে। ফলে সংস্থা চালাতে সমস্যায় পড়েন কর্তৃপক্ষ। দেশে-বিদেশে সমালোচনার মুখে পড়ে মোদি সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই সিদ্ধান্তের প্রতিবাদ করেন। এতে চাপে পড়ে যায় কেন্দ্রীয় সরকার। অবশেষে দু’সপ্তাহের মাথায় নিজেদের সিদ্ধান্ত থেকে সরে মিশনারিজ অফ চ্যারিটির (Missionaries of Charity) এফসিআরএ রেজিস্ট্রেশন পুনর্নবীকরণ করল তারা। আগামী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই লাইসেন্স বৈধ থাকবে।
আরও পড়ুন: টিকিটে লেভি বসিয়ে যাত্রীভাড়া বাড়ানোর ছক রেলের, তীব্র প্রতিবাদ জানাল তৃণমূল