পুণে, ৯ এপ্রিল : চেন্নাইা সুপার কিংসের মতো চলতি আইপিএলে হেরেই চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন রোহিত শর্মার দল টুর্নামেন্টে টানা চার ম্যাচ হেরে কোণঠাসা। রোহিতের সঙ্গে দ্বৈরথে শেষ হাসি বিরাট কোহলির। মুম্বইয়ের করা ১৫১ রান ৯ বল বাকি থাকতেই তুলে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অনুজ রাওয়াত (৬৬) ও বিরাটের (৪৮) ব্যাটিং দাপটে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আরসিবি। জয় ৭ উইকেটে। টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবলে তিন নম্বরে উঠে এল ফাফ ডুপ্লেসির দল। ম্যাচের সেরা অনুজ।
আরও পড়ুন-হারিয়ে যাওয়া কৃষ্টি-সংস্কৃতি-লোকাচারের মাধ্যমে বিশ্ব-বাঙালিকে বাঁধবে পান্থপাদপ
পুণের মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি। রোহিত শর্মা ও ঈশান কিশানের ওপেনিং জুটিতে ওঠে অর্ধশতরান। এর পরই বাংলার পেসার আকাশদীপ সিং (১ উইকেট), শ্রীলঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার (২ উইকেট) এবং হর্ষল প্যাটেলের (২ উইকেট) বোলিং বিক্রমে দ্রুত ৭৯ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মুম্বই। সেখান থেকে দলকে লড়াই করার মতো স্কোরে (১৫১) পৌঁছে দেন সূর্যকুমার যাদব। ৩৭ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলে ব্যাটিং বিপর্যয় একাই সামলে দেন সূর্য। তবে দিনের শেষে তাঁর লড়াই কাজে এল না।