৪৮ ঘন্টার মধ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’

মঙ্গলবার সকালে ঘূর্ণিঝড়টি তামিলনাড়ুর নেল্লোর এবং অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনমের মধ্যে ৮০-৯০ কিলোমিটার বেগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে

Must read

হাতে সময় কম। আর মাত্র ৪৮ ঘন্টা। দক্ষিণের দুই রাজ্য তামিলনাড়ু (TamilNadu) এবং অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ (Michaung) আছড়ে পড়বে বলেই খবর। বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরের উপর দিয়ে এগোনোর সময় শক্তি বাড়াচ্ছে ‘মিগজাউম’। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছে সেটি অন্ধ্রপ্রদেশের দক্ষিণে এবং তামিলনাড়ুর উত্তর ভাগে ৫ ডিসেম্বর আছড়ে পড়বে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়টি পুদুচেরি থেকে ৪৪০ কিমি পূর্ব এবং দক্ষিণ-পূর্বে এবং চেন্নাই থেকে ৪২০ কিমি দক্ষিণ-পূর্বে আপাতত রয়েছে। বাংলাতেও পরিবর্তন আসবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আগামী সপ্তাহে বাংলার কয়েকটি জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাড়তে চলেছে তাপমাত্রা।

আরও পড়ুন-সংগ্রহশালার উদ্বোধনে মুখ্যমন্ত্রী

মঙ্গলবার সকালে ঘূর্ণিঝড়টি তামিলনাড়ুর নেল্লোর এবং অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনমের মধ্যে ৮০-৯০ কিলোমিটার বেগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০০ কিমি হতে পারে। চেন্নাইয়ে এই ঝড়ের প্রভাব খুব একটা পড়বে না। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েই গিয়েছে। এই অবস্থায় দক্ষিণ-পূর্ব রেল ৩-৬ ডিসেম্বর পর্যন্ত তামিলনাড়ু থেকে ১১৮টি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে। চেন্নাইয়ের আবহাওয়া দফতরের সহ-অধিকর্তা এস বালাচন্দ্রন এই বিষয়ে জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় এই ঘূর্ণিঝড় আরও শক্তি সঞ্চয় করবে। এর ফলেই তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চল এবং পুদুচেরির বেশ বেশ কিছু জায়গায় রবিবার থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। অন্ধ্র এবং তামিনলাড়ুতে ৫ ডিসেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Latest article