সংবাদদাতা, সিউড়ি : সিউড়ি থানার অন্তর্গত লোহার রড তৈরির কারখানা মিকি মেটাল কোম্পানি (Micky Metal Company) ২০২২ থেকে শ্রমিক-মালিক অসন্তোষের জেরে বন্ধ। শুক্রবার কলকাতায় শ্রমমন্ত্রী মলয় ঘটক, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরি এবং মালিক ও শ্রমিকপক্ষের দীর্ঘক্ষণের বৈঠকে বেরিয়ে এল সমাধানসূত্র। পুজোর আগেই খুলতে চলেছে কারখানাটি, জানান বিকাশ। বলেন, তিনি সচেষ্ট হলেও মালিক এবং শ্রমিকপক্ষ নিজেদের দাবিতে অনড় থাকায় কারখানা খোলা সম্ভব হচ্ছিল না। এদিনের বৈঠকে শ্রমিক সংগঠনের পক্ষে রাজিবুল ইসলাম, কোম্পানির (Micky Metal Company) প্রতিনিধিরা ছিলেন।
আরও পড়ুন- বন্ধ কলকারখানার শ্রমিকদের আর্থিক সহায়তায় ডিজিটাল পোর্টাল আনছে রাজ্য
দু-পক্ষ তাদের সুনির্দিষ্ট বক্তব্য তুলে ধরে। শ্রমমন্ত্রী দু-তরফের দাবি অত্যন্ত গুরুত্ব সহকারে শুনে কোথায় সমস্যা, কী করলে দ্রুত তার সমাধান করে পুনরায় কোম্পানির ৪০০ শ্রমিককে কাজ ফিরিয়ে দেওয়া যায়, তার রূপরেখা দিয়েছেন।
আশা করা হচ্ছে, পুজোর আগেই এই লোহার রড তৈরির কারখানা খুলে যাবে এবং শ্রমিকদের মুখে হাসি ফুটবে। শ্রমিক নেতা রাজিবুল ইসলাম বলেন, মালিকপক্ষের সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে মতবিরোধ তৈরি হয়েছিল। আমরা বিষয়টি বিধায়ককে জানিয়েছিলাম। আড়াই বছর ধরে বিধায়ক নানাভাবে চেষ্টা করে গিয়েছেন যাতে কারখানা খোলে এবং শ্রমিকরা কাজ ফিরে পান। অবশেষে শুক্রবার কলকাতায় শ্রমমন্ত্রীর উপস্থিতিতে বৈঠকে সমস্যার সমাধান হয়েছে। শ্রমিকেরা খুব খুশি। কোম্পানির প্রতিনিধি জানিয়েছেন, শ্রমমন্ত্রী এবং সিউড়ির বিধায়কের উপস্থিতিতে বৈঠকে সমাধানের রাস্তা বেরিয়েছে। আশা করছি, দ্রুত সচল হবে কারখানা।