বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তি বিভ্রাট! বিপর্যস্ত বিমান-ব্যাঙ্কিং-মিডিয়া-সহ বিভিন্ন সেক্টর

Must read

বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তি বিভ্রাট (Microsoft Server Outage)! শুক্রবার কাজ করতে করতে হঠাৎই নীল হল কম্পিউটারের স্ক্রিন। তারপর আর কোনও কাজই হচ্ছে না। জানা গিয়েছে, এই সমস্যাটিকে কম্পিউটারের পরিভাষায় বলা হয় ‘ব্লু স্ক্রিন অফ ডেথ’। কম্পিউটার রিস্টার্স্ট করার পরেও হচ্ছে না কাজ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে উইন্ডোজ-এ সমস্যা নিয়ে একের পর এক অভিযোগ আসছে।

আরও পড়ুন- কোটা বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ, নিহত ৩২

মাইক্রোসফ্ট (Microsoft Server Outage) এক বার্তায় জানিয়েছে, ‘ক্রাউডস্ট্রাইক’ আপডেট হওয়ার জন্যই এই সমস্যা। ফলে আমেরিকা এবং অস্ট্রেলিয়ার একাধিক সরকারি অফিস, ব্যাঙ্ক এবং বেসরকারি অফিসগুলিতে প্রভাব পড়েছে। তথ্যপ্রযুক্তি বিভ্রাটের জেরে ভারতেও ব্যাহত হয়েছে বিমান সহ বিভিন্ন জরুরি পরিষেবা। ইন্ডিগো, স্পাইসজেট, আকাসা এয়ারের মতো বিভিন্ন বিমান সংস্থাগুলিকে বুকিং, চেক-ইন এবং ফ্লাইট আপডেটের জন্য প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। স্পাইসজেট জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির জন্য বিমান সংক্রান্ত খবর দিতে সমস্যা হচ্ছে। তাদের তথ্যপ্রযুক্তির কর্মীরা দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করছেন। দিল্লি এবং মুম্বই বিমানবন্দরেও পরিষেবা বিঘ্নিত হয়েছে বলে খবর।

শুধু তাই নয়, সম্প্রচারেও প্রভাব পড়েছে একাধিক টিভি চ্যানেলের। ব্রিটেনের স্কাই নিউজ-সহ, অস্ট্রেলিয়ার টিভি চ্যানেলগুলিতেও বন্ধ হয়ে গিয়েছে সম্প্রচার। বিশ্ব জুড়ে ইন্টারনেটের পরিষেবা ব্যাহত হওয়ায় বড় ক্ষতির মুখে একাধিক সেক্টর।

Latest article