সংবাদদাতা, মন্তেশ্বর : পৌষ মাস মানেই পিঠে-পুলির মরশুম। আর গ্রাম বাংলার এই ঐতিহ্য, সংস্কৃতি ও পরম্পরার সঙ্গে পড়ুয়াদের পরিচিত করার লক্ষ্যেই মিড ডে মিলে খুদে পড়ুয়াদের পাতে পড়ল নানারকম পিঠে ও পায়েস। কচিকাঁচাদের এই আনন্দে শামিল হলেন বিডিও থেকে অবর বিদ্যালয় পরিদর্শক। প্রান্তিক এলাকার দিন আনা দিন খাওয়া অনেক পরিবারই পিঠেপুলি উৎসব পালন করতে পারে না।
আরও পড়ুন-অভিযোগ পেয়েই তৎপর সাংসদের ফোন ব্লক প্রশাসন ও স্বাস্থ্যকর্তাকে
তাই সেইসব পরিবারের পড়ুয়াদের কথা মাথায় রেখে ভাজা পিঠে, সিদ্ধ পিঠে ও নলেনগুড়ের পায়েসের আয়োজন করা হল মিড ডে মিলে। রোজকার ডাল, ভাত, ডিম, সোয়াবিনের বদলে শুক্রবার তাদের পাতে পড়ল নলেনগুড়ের সিদ্ধ ও ভাজা পিঠে এবং পায়েস। উৎসব উপলক্ষে জয়রামপুর ত্রিপল্লি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। বিদ্যালয়ের মিড ডে মিলের রাঁধুনি বাসনা কুণ্ডু জানান, মিড ডে মিলে আজ ডাল-ভাত-সবজির বদলে মেনুতে ছিল নলেনগুড়ের পায়েস, সিদ্ধ ও ভাজা পিঠে।
আরও পড়ুন-নতুন ফৌজদারি আইন বুঝতে কমিটি গঠন
প্রধান শিক্ষক মধুসূদন চট্টোপাধ্যায় জানান, একদিকে বাঙালির পরম্পরা ও অন্যদিকে গরিবপ্রধান এলাকা হওয়ায় যেহেতু ছাত্রছাত্রীদের একটা বড় অংশের পরিবার পিঠেপুলি উৎসব থেকে দূরে থাকে তাই স্কুলেই উৎসবের আয়োজন হল। বিদ্যালয়ের প্রি-প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত আজ ১১৫ জন ছাত্র উপস্থিত ছিল। প্রত্যেককে পিঠে-পায়েস দেওয়া হয়।