সুদীপ্তা চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: শীতের শুরুতেই শহরের মহানন্দা নদীর ধারে আনাগোনা শুরু হয়ে গিয়েছে পরিযায়ী পাখিদের। শিলিগুড়ি শহরের গায়ে ফুলবাড়ি এলাকায় পড়ে মহানন্দা ব্যারেজ। এখানে প্রতি বছর নভেম্বর থেকে বিদেশি পাখিদের আনাগোনা শুরু হয়। এপ্রিল পর্যন্ত তারা থাকে। আবার চলে যায় অজানা গন্তব্যে। এবারেও উত্তরবঙ্গের অন্য জলাশয়ের মতো ইতিমধ্যেই বিভিন্ন প্রজাতির পাখি এসে হাজির হয়েছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ব্যারেজে।
ব্যারেজের পাশে নদীর গায়েই জলাশয়, প্রায় দশ বর্গ কিলোমিটার জুড়ে। সেখানেই চখাচখি, বালিহাঁস, সোলসি, চেরচেরা, পানকৌড়ি, সারস, বক থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রায় ৪০ প্রজাতির পাখি আসে। নিউজিল্যান্ড, আমেরিকা, মানস সরোবর এবং ইউরোপের নানান দেশ থেকে আসে নানা রঙের, নানা ধরনের এই পাখির দল।
আরও পড়ুন-গড়িয়া মহাশ্মশানের শতাব্দীপ্রাচীন পুজোয় অসমের কামাখ্যা মন্দির
স্থানীয়রা জানান, প্রতিবছর শীতের সময় বিভিন্ন রকম বিদেশি পাখিদের দেখা যায় ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ এলাকায়৷ এবার শীতের শুরুতেই আসতে শুরু করেছে। এখনও পর্যন্ত আমরা বেশ কয়েক রকমের পাখি দেখতে পেরেছি। শুনেছি এরা মঙ্গোলিয়া, তিব্বত, দক্ষিণ আফ্রিকা, সাইবেরিয়া সহ অন্যান্য দেশ থেকে আসে। বিভিন্ন ধরনের পাখি দেখতে পেয়ে খুব ভাল লাগছে। পাখিগুলোর যাতে কেউ ক্ষতি করতে না পারে সেদিকেও আমরা খেয়াল রাখি। প্রতিদিন নানান জায়গা থেকে পাখিপ্রেমী আসেন এই পাখি দেখার জন্য।
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…