সংবাদদাতা, বসিরহাট : বাংলায় (bengali language) কথা বলায় ফের ভিন রাজ্যে আটক পরিযায়ী শ্রমিক। নাগরিকত্বের সমস্ত তথ্য দেওয়ার পরেও তামিলনাড়ুতে ২১ দিন আটকে রয়েছেন উত্তর ২৪ পরগনার টাকি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজীব শেখ। বিগত পাঁচ বছর ধরে তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকের কাজ করেন তিনি। হঠাৎই ২২ জুলাই রাজীব শেখ-সহ বেশ কয়েকজনকে ধরে নিয়ে যায় তামিলনাড়ুর পেরেমবালা থানার পুলিশ। এরপর সমস্ত রকম নাগরিকত্বের প্রমাণ তার পরিবার পাঠিয়ে দেয়। কিন্তু তার পরেও প্রায় ২১ দিন কেটে গেছে এখনও রাজীব শেখকে ছাড়েনি পুলিশ। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন পরিবারের সদস্যরা। দুশ্চিন্তায় রয়েছেন স্ত্রী ও সন্তানরা। তাঁদের দাবি, বাংলায় (bengali language) কথা বলার কারণেই রাজীবকে পুলিশ আটক করেছে। স্ত্রীর আর্জি, তাঁর স্বামীকে অবিলম্বে রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন মানবিক মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-মিথ্যাচার ও নাটকের সীমা পার! ঠান্ডা মাথায় অপরাধমূলক কুৎসা