বাংলায় কথা বলায় প্রয়াগরাজে আটক মালদহের পরিযায়ী শ্রমিক

Must read

সংবাদদাতা, মালদহ : বাংলাভাষায় কথা বলার ‘অপরাধে’ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আটক হলেন এক বাঙালি পরিযায়ী শ্রমিক (Bengali Migrant Worker)। মালদহের কালিয়াচকের বাসিন্দা আব্দুল গফফরকে বাংলাদেশি ভেবে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ বলে অভিযোগ উঠেছে। ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে মালদহ জুড়ে।
জানা গিয়েছে, ৩৪ বছরের আব্দুল কালিয়াচকের বামনগ্রাম মসিমপুর গ্রাম পঞ্চায়েতের জোলা কান্দিপাড়ার বাসিন্দা। প্রায় এক মাস আগে জীবিকার তাগিদে উত্তরপ্রদেশে গিয়েছিলেন প্লাস্টিক সামগ্রী বিক্রি করতে। কিন্তু হঠাৎ প্রয়াগরাজ পুলিশের হাতে তিনি (Bengali Migrant Worker) বাংলাদেশি সন্দেহে আটক হন।
পরিবারের দাবি, গফফরের কাছে আধার, ভোটার কার্ড-সহ সমস্ত বৈধ ভারতীয় পরিচয়পত্র ছিল। তবুও কেবলমাত্র বাংলায় কথা বলার কারণে তাঁকে বিদেশি মনে করে আটক করা হয়েছে। পরিবারের আর্তি, বাংলাভাষী হওয়া কি তবে অপরাধ! এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মালদহ জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা আব্দুর রহমান। তাঁর বক্তব্য, গফফর আমাদেরই মানুষ, কালিয়াচকের স্থায়ী বাসিন্দা। তাঁর মুক্তির জন্য আমরা প্রশাসনিক স্তরে যোগাযোগ করছি। এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় মহলে ক্ষোভ বাড়ছে। অনেকের মতে ভাষা নয়, নথিই নাগরিকত্বের পরিচয়। ভাষার ভিত্তিতে বৈষম্য গণতান্ত্রিক ভারতের ভাবমূর্তিকে কলঙ্কিত করছে।

আরও পড়ুন-গণতন্ত্রকে শেষ করার চেষ্টা

Latest article