মুম্বইয়ে মর্মান্তিক মৃত্যু মালদহের পরিযায়ী শ্রমিকের

Must read

ভিনরাজ্যে আবারও প্রাণ গেল মালদহের (Maldah_Migrant Worker) এক পরিযায়ী শ্রমিকের। মহারাষ্ট্রের মুম্বইয়ে রঙের কাজ করতে গিয়ে ১৮তলা থেকে পড়ে মৃত্যু হল কালিয়াচকের সিলামপুর ২ গ্রাম পঞ্চায়েতের কলোনি এলাকার বাসিন্দা ইদু সেখের (৪৯)। পরিবারের মুখে দু’মুঠো অন্ন জোগাতে তিন মাস আগে মুম্বইয়ে পাড়ি দিয়েছিলেন তিনি। মঙ্গলবার একটি বহুতল ভবনে রঙের কাজ করার সময় হঠাৎই পা পিছলে নীচে পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ইদু সেখের পরিবারে স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। দুর্ঘটনার খবর পৌঁছাতেই শোকের ছায়া নেমে এসেছে গ্রামে। পরিবারের একমাত্র রোজগেরে সদস্যকে হারিয়ে ভেঙে পড়েছেন সকলেই। স্থানীয়রা জানিয়েছেন, পরিযায়ী শ্রমিকদের (Maldah_Migrant Worker) নিরাপত্তা নিয়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

আরও পড়ুন- ১০টি গাড়িতে টানা ৯০ দিনের ভ্রাম্যমাণ চিকিৎসা-পরিষেবা শুরু হচ্ছে জেলা জুড়ে

Latest article