বাংলায় কথা বললেই পরিযায়ীদের হেনস্থা, ফের সরব অভিষেক

Must read

প্রতিবেদন : বিজেপি রাজ্যগুলিতে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের চূড়ান্ত হেনস্থা নিয়ে লোকসভায় কেন্দ্রের জবাব চাইলেন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। লিখিত প্রশ্নে তিনি জানতে চান, বাংলায় কথা বললেই পরিযায়ী শ্রমিকদের নির্দিষ্ট তথ্য ছাড়াই কেন আটক করা হচ্ছে। তাঁর (Abhishek Banerjee) অভিযোগ, দেশের একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থার শিকার হতে হচ্ছে। কেন্দ্রের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের কাছ থেকে অভিযোগের সদুত্তর চেয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছিলেন অভিষেক। কিন্তু প্রতিবারের মতোই মোদি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রক মূল সমস্যা এড়িয়ে গিয়েছে এবং তৃণমূল সাংসদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে ব্যর্থ হয়েছে। অভিষেকের সুনির্দিষ্ট প্রশ্ন ছিল, দেশের রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলিতে পরিযায়ী শ্রমিকদের সংখ্যা এবং প্রকৃত অবস্থা জানানো হোক। বাংলায় কথা বললেই কেন পরিযায়ীদের হেনস্থা করা হচ্ছে এবং তা নিয়ে সরকার কী ব্যবস্থা নিচ্ছে তা জানতে চাওয়া হয়। সমস্ত জবাব এড়িয়ে মন্ত্রী ই-শ্রম পোর্টালের ব্যাখ্যা দিয়েই দায় সেরেছেন।

আরও পড়ুন-৫০০ বর্গফুট জমিতেও এবার নির্মাণের ছাড়পত্র

Latest article