মিয়ামি, ৩১ মার্চ : কেরিয়ারের শততম প্রফেশনাল খেতাব এখনও অধরাই থাকল নোভাক জকোভিচের। মিয়ামি ওপেনের ফাইনালে তিনি হেরে গেলেন চেক প্রজাতন্ত্রের টিনএজার জাকুব মেনসিকের কাছে। র্যাংকিংয়ে ৫৪-তে থাকা ১৯ বছরের মেনসিকের এটা প্রথম এটিপি খেতাব।
১৮ বছর বয়সে এই টুর্নামেন্ট জিতেছিলেন কার্লোস আলকারেজ। ১৯-এ মেনসিক। যিনি ফাইনালে জিতলেন ৭-৬ (৭-৪), ৭-৬(৭-৪) সেটে। ফ্লোরিডায় ব্যাপক বৃষ্টির জন্য এই ম্যাচ শুরু হয়েছিল ছ’ঘণ্টা পর। কিন্তু মেনসিক তাতেও অবিচল থাকেন। জকোভিচকে অবশ্য ভুগিয়েছে তাঁর ডান চোখ। ম্যাচের মাঝে তাঁকে বারবার আই ড্রপ নিতে দেখা যায়। দরকার পড়েছিল তাঁর টিমকেও। দ্বিতীয় সেটে বাড়তি উদ্যমে লড়েও হার বাঁচাতে পারেননি তিনি।
আরও পড়ুন-বিলাসবহুল ল্যাম্বরগিনি দিয়ে ধাক্কা শ্রমিকদের, গুরুতর আহত ২
২০০৫-এ মেনেসিকের যখন জন্ম হয়, ততদিনে প্রথম ১০০-র মধ্যে ঢুকে পড়েছিলেন জকোভিচ। সামনে দুনিয়ার অন্যতম সেরা খেলোয়াড়কে দেখেও মেনসিক শুধু অবিচল থাকেননি, পাওয়ারফুল সার্ভ ও আক্রমণাত্মক বেসলাইন গেম দিয়ে ম্যাচ বের করে নিয়ে যান। ২০০৫-এ টমাস বার্দিক শেষবার কোনও চেক খেলোয়াড় হিসেবে এটিপি টুর্নামেন্ট জিতেছিলেন। কুড়ি বছর পর ফের সেই কীর্তি মেনসিকের। ট্রফি হাতে মেনসিক জানিয়েছেন, জকোভিচই তাঁর আদর্শ। তিনি বলেন, ‘‘নোভাককে দেখেই আমি টেনিস খেলতে শুরু করি। ও-ই আমার আদর্শ। টেনিসের প্রতি নোভাকের অবদানের জন্য ধন্যবাদ জানাতে চাই। নোভাক সর্বকালের সেরা। আমার মতো অসংখ্য তরুণের আদর্শ।’’