হারওয়ানে সেনার গুলিতে নিকেশ জঙ্গি

Must read

জম্মু -কাশ্মীরে (Jammu Kashmir) জঙ্গি হানা অব্যাহত। শ্রীনগরের হারওয়ানে সোমবার থেকে শুরু হয়েছে জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াই। মঙ্গলবার শ্রীনগরের দাচিগামে নিকেশ এক জঙ্গি। এখনও চলছে চিরুনি তল্লাশি।

ওই জঙ্গলে আরও দুই থেকে তিনজন জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে অনুমান আধিকারিকদের। এলাকাজুড়ে শুরু হয়েছে তল্লাশি। বিগত কয়েকমাস ধরে দফায় দফায় উত্তপ্ত হয়েছে জম্মু ও কাশ্মীরের (Jammu Kashmir) একাধিক এলাকা।

আরও পড়ুন- ভারী বৃষ্টি তামিলনাড়ুতে, জারি ‘হলুদ’ সতর্কতা, মৃত ১০

Latest article