প্রতিবেদন: অভূতপূর্ব জঙ্গি হানা ইরানে। বিচারপতির ঘরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাল সন্ত্রাসবাদীরা। প্রাণ হারালেন অন্তত ৮ জন। গুরুতর জখম হয়েছেন আরও অন্তত ১৩ জন। নিহত এবং আহতদের মধ্যে যেমন আছেন বেশ কয়েকজন বিচারবিভাগীয় আধিকারিক তেমনি আশ্চর্যজনকভাবে মৃত্যু হয়েছে ৩ জঙ্গিরও। জঙ্গি হামলায় সন্ত্রাসবাদীদেরই মৃত্যু হল কীভাবে তা স্পষ্ট নয়। তবে অনুমান, আক্রান্ত হয়ে মৃত্যুর আগে নিরাপত্তারক্ষীরাও পালটা গুলি চালিয়ে খতম করে ওই হামলাকারীদের। তবে অন্য একটি সূত্রের দাবি, মানববোমা হামলা হয়েছে জাহেদানের ওই আদালতে। তবে টানা গুলিবৃষ্টির শব্দেও কেঁপে ওঠে এলাকা। দক্ষিণ-পূর্ব ইরানের সিসতান-বালুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানের এই আদালতেই আচমকা হামলা চালায় সন্ত্রাসবাদীরা।
আরও পড়ুন-সংঘর্ষবিরতির আর্জি কম্বোডিয়ার, যুদ্ধের প্রস্তুতি শুরু থাইল্যান্ডের
প্রাথমিকভাবে জানা যায়, হামলা চালিয়েছে সুন্নি জঙ্গিগোষ্ঠী জইশ-আল-আদল। হামলার দায় স্বীকারও করেছে তারা। কিন্তু কারণটা সুস্পষ্ট নয়। জঙ্গি হামলার প্রত্যক্ষদর্শী বালুচ অধিকার গোষ্ঠী হালভস। তারা জানিয়েছে, সশস্ত্র সন্ত্রাসবাদীরা সরাসরি বিচারকেদের চেম্বার লক্ষ্য করেই গুলি চালায়। তাতেই মারা পড়েন এবং গুরুতর জখম হন বিচারবিভাগীয় আধিকারিক এবং নিরাপত্তাকর্মীরা। ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী। শুরু হয় চিরুণি তল্লাশি।