কাশ্মীরি সমাজকর্মীকে বাড়িতে ঢুকে গুলি জঙ্গিদের

পহেলগাঁও হামলার পর থেকে গোটা উপত্যকা জুড়ে জঙ্গিদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশ।

Must read

২২ এপ্রিলের বৈসারণ উপত্যকায় জঙ্গি হামলার ঘটনার ক্ষত ঠিক হওয়ার আগেই ফের কাশ্মীরে (Kashmir) রক্ত ঝরল। কড়া পুলিশি নিরাপত্তার মাঝেই এক সমাজকর্মীকে তাঁর বাড়িতে ঢুকে গুলি করে জঙ্গিরা। জখম সমাজকর্মীর নাম গোলাম রসুল মাগরে। তিনি জম্মু ও কাশ্মীরে কুপওয়ারা জেলার কান্দি খাস এলাকায় থাকেন।

আরও পড়ুন-কেরিয়ার বাঁচানোর জন্য কল্যাণকে আজ জুনিয়র ডাক্তারদের সংবর্ধনা

পহেলগাঁও হামলার পর থেকে গোটা উপত্যকা জুড়ে জঙ্গিদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। এই অবস্থায় গোলামের বাড়িতে হামলা নিরাপত্তা এজেন্সিগুলির কপালে রীতিমত চিন্তার ভাঁজ ফেলেছে। ঠিক কী কারণে গোলামের ওপর এই হামলা হয়েছে, সেটা এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জঙ্গিদের খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে। জখম সমাজকর্মী হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে, শনিবার কুপওয়ারা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করেছে নিরাপত্তা বাহিনী।

আরও পড়ুন-আত্মপ্রকাশ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্কের

প্রসঙ্গত, ২২ এপ্রিলের পর থেকে ভারতীয় সেনা এখনও পর্যন্ত মোট ৬ জন জঙ্গির বাড়ি ধ্বংস করেছে। শনিবার শুধুমাত্র শ্রীনগরেরই ৬০টি জায়গায় তল্লাশি অভিযান চালায় সেনা। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ, সোপিয়ান ও পুলওয়ামায় সক্রিয় ১৪ জন জঙ্গির তালিকা তৈরি করা হয়েছে।

Latest article