প্রতিবেদন : ফের সেনা অভ্যুত্থান (Military Coup In Niger)। এবার সেনা অভ্যুত্থান হয়েছে পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে। দেশের রাজধানী নিয়ামেতে নিজের প্রাসাদেই রক্ষীদের হাতে বন্দি হয়েছেন দেশের প্রেসিডেন্ট মহম্মদ বাজুম (President Mohamed Bazoum)। নাইজারের সেনা অভ্যুত্থানের খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা- সহ একাধিক দেশ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বুধবার প্রেসিডেন্টের বাসভবনে সে দেশের প্রেসিডেন্ট বাজুমকে বন্দি করে তাঁরই নিরাপত্তারক্ষীরা। তারপরেই দেশের সরকারি টেলিভিশন চ্যানেলে সেনা অভ্যুত্থানের কথা ঘোষণা করা হয়। সেনাবাহিনীর প্রধান কর্নেল আমাদু আবদরামান জানান, প্রেসিডেন্ট বাজুমকে তাঁর পদ থেকে সরানো হয়েছে। দেশজুড়ে জারি করা হয়েছে কারফিউ। পুড়িয়ে দেওয়া হয়েছে সংবিধান। পাশাপাশি দেশের সমস্ত প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সীমান্ত। সেনাপ্রধান আরও জানিয়েছেন, বাজুমের শাসনে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থার ব্যাপক অবনতি হয়েছে। অপশাসনের কারণে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সে কারণেই প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত। সেনাপ্রধান নাইজারে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধেও হুমকি দিয়েছেন।
আরও পড়ুন- মণিপুর-কাণ্ডের প্রতিবাদে লন্ডনে মৌন মিছিল
অন্যদিকে প্রেসিডেন্টের দফতরের দাবি, নিরাপত্তারক্ষীরা ও সেনাবাহিনী গণতন্ত্র বিরোধী কাজ করছে। সেনা অভ্যুত্থানের (Military Coup In Niger) তীব্র নিন্দা করেছে আফ্রিকান ইউনিয়ন ও আমেরিকা। তারা দ্রুত প্রেসিডেন্ট বাজুমকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে। বাজুমকে সমর্থন করার কথা বলেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিয় গুতেরেসও। এরই মধ্যে শোনা যাচ্ছে, বাজুমপন্থী সেনারা নাকি বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। সেক্ষেত্রে নাইজারে গৃহযুদ্ধের আশঙ্কা
ক্রমশই বাড়ছে।