সংবাদদাতা, তারকেশ্বর : পশ্চিমবঙ্গ সরকারের নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতরের অধীন সংস্থা তারকেশ্বর উন্নয়ন পর্ষদের উল্লেখযোগ্য প্রকল্পে ব্যয় করা হয়েছে ১১ কোটি ৮৯ লক্ষ টাকা। প্রকল্পের বাস্তবায়নের সময় দু’বছর। দুধপুকুর পরিস্রুতকরণের শুভ সূচনা হল। সূচনা করলেন তারকেশ্বরের মঠের মঠাধীশ দণ্ডীস্বামী সুরেশ্বর আশ্রম মোহন্ত মহারাজ।
আরও পড়ুন-বীরবাহাকে অপমানের জবাব বিজেপির জনজাগরণ বয়কট
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের নগরোন্নয়ন ও পুর বিষয়ক মন্ত্রী ফিরহাদ হাকিম। বিশেষ অতিথি ছিলেন কৃষিবিপণন মন্ত্রী বেচারাম মান্না, আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, জেলা পরিষদের সভাধিপতি মেহেবুব রহমান, জেলাশাসক ড. পি দীপপ্রিয়া। সভাপতিত্ব করেন তারকেশ্বরের বিধায়ক তথা তারকেশ্বর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রামেন্দু সিংহরায়। পুর চেয়ারম্যান উত্তম কুণ্ডু। পঞ্চায়েত সমিতির সভাপতি ফেরদৌস পারভিন।