বড়দিনে লাখো মানুষ দিঘায়

দর্শনার্থীদের প্রবেশের জন্য পৃথক দুটি গেটে অতিরিক্ত পুলিশ ছিল। পিকনিকে প্লাস্টিকের ব্যবহার না করতে বন বিভাগের তরেফ প্রচার চালানো হয়।

Must read

তুহিনশুভ্র আগুয়ান, দিঘা: চারিদিকে থিকথিকে ভিড়। কেউ কড়াইয়ে খুন্তি নাড়ছে, আবার কেউ বক্সে ‘মুন্নি বদনাম হুিয়’ গানে কোমর দোলাচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে বড়দিনের উৎসেব নজরকাড়া ভিড় দিঘা ও আশেপাশে। এবারে পর্যটকদের ভিড় তুলনায় বেশি। নবনির্মিত জগন্নাথ মন্দির বড় আকর্ষণ। সকাল থেকে মন্দিরে ঢোকার জন্য প্রায় এক কিলোমিটার লাইন পড়ে যায়। পুলিশের নজরদারি ছিল কড়া।

আরও পড়ুন-জমজমাট অযোধ্যা পাহাড়

দর্শনার্থীদের প্রবেশের জন্য পৃথক দুটি গেটে অতিরিক্ত পুলিশ ছিল। পিকনিকে প্লাস্টিকের ব্যবহার না করতে বন বিভাগের তরেফ প্রচার চালানো হয়। এছাড়াও ডিজে বক্স এড়াতে দফায় দফায় পুলিশের তরফ থেকে নজরদারি চলে। দিঘার ঝাউবন থেকে শুরু করে সাগর পার্ক সবেতেই পিকনিকের জমজমাট ভিড়। মত্ত মোটরবাইক আরোহীদের দাপাদাপি রুখতে দিঘা বাইপাস মোড় থেকে শুরু করে ওড়িশা বর্ডার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে পুলিশের চেকিং চলে। যানজট এড়াতে টোটো প্রবেশ করতে দেওয়া হয়নিন। দিঘার অমরাবতী পার্ক, সায়েন্স সিটি ও নেচার পার্কে ভিড় লক্ষ্য করা যায়। দিঘা- শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, জগন্নাথ মন্দিরের আকর্ষণে এবছর রেকর্ড পরিমাণ ভিড় হয়েছে। মানুষের আনাগোনায় প্রায় সমস্ত হোটেল ভর্তি।

Latest article