নিখোঁজ হওয়ার ৮দিনের মধ্যে মিনাখাঁ পুলিশ ফেরালো ৬ কিশোর-কিশোরীকে

Must read

মিনাখাঁ সাব ডিভিশন পুলিশের (minakhan police) সাফাল্য। বাড়ি থেকে চলে যাওয়ার ৮দিনের মধ্যে ৬ নাবালক-নাবালিকাকে ফেরাল পুলিশ। বাংলা ছেড়ে অন্ধ্রে চলে গিয়েছিলেন এই ছয় কিশোর-কিশোরী। খবর পেয়ে তৎক্ষণাৎ তিন থানার OC এবং তদন্তকারী অফিসারদের নিয়ে একটি সাব-ডিভিশনাল টিম বানান এসডিপিও কৌশিক বসাক। এর পরে গোপনসূত্রে খবর পেয়ে ও লোকেশন ট্র্যাক করে অন্ধ্র থেকে ফেরানো হয় তাদের।

মিনাখাঁর এসডিপিও কৌশিক বসাক জানান, গত ২০ তারিখ বিকেল থেকে মিনাখাঁ থানার অন্তর্গত আবাদ মালঞ্চ এলাকার দুই নাবালক ভাইবোন, নেপাল মোড় থেকে এক নাবালক ছেলে, ন্যাজাট থানার অন্তর্গত ঢ্যাকনামাড়ি এলাকা থেকে দুই জমজ নাবালিকা এবং সন্দেশখালি থানার বেড়মোজুর গ্রামের একটি নাবালক একই দিনে হঠাৎ করে নিখোঁজ হওয়ার অভিযোগ হয় আলাদা আলাদা থানায়। প্রথমে অপহরণ বলে সন্দেহ হলেও, পরে বিষয়টির মধ্যে যোগসূত্র পায় পুলিশ।

আরও পড়ুন-মেছুয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস অভিষেকের

তিন থানার OC এবং তদন্তকারী অফিসারদের নিয়ে একটি সাব-ডিভিশনাল টিম বানান এসডিপিও। ঘটনার বিষয়ে অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়। লোকেশন ট্র্যাক করে জানা যায়, ৬ কিশোর-কিশোরী হয়েছে অন্ধ্রের আলামুর থানা এলাকায়। এবং সবাই এক সঙ্গেই রয়েছে। এর থেকে আরও স্পষ্ট হয়, যে স্বেচ্ছ্বায় বাড়ি ছেড়ে গিয়েছে তারা। এরপর মিনাখাঁ সাব ডিভিশনের একটি বিশেষ পুলিশ টিম সেখানে পাঠিয়ে ৬ জনকে উদ্ধার করে আনা হয়। ঘটনার ৮ দিনের মধ্যে বাড়ির ছেলে-মেয়েদের ফিরে পেয়ে খুশি পরিবার। তবে, আদালতের নির্দেশে আপাতত সরকারি হোমে রাখে হয়েছে ছজনকে।

Latest article